নেহা এলএম ত্রিপাঠি
রেলে কাটা পড়ে গবাদি পশুর মৃত্যু এড়াতে রেলওয়ে মন্ত্রক প্রায় ১০০০ কিমি দীর্ঘ পাঁচিল তৈরি করবে। আগামী ৬ মাসে এই কাজ হবে। বুধবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানিয়েছেন।
কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন,সীমানা প্রাচীর দেওয়ার বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। আমরা দুটি ডিজাইন দেখেছি। তার মধ্য়ে একটিকে অনুমোদন দেওয়া হচ্ছে। একটি মজবুত পাঁচিল তৈরি হবে। ১০০০ কিমি এলাকা জুড়ে এই পাঁচিল তৈরি হবে।
এদিকে বন্দে ভারত এক্সপ্রেসের গান্ধীনগর-মুম্বই রুটে মাঝেমধ্য়েই ট্রেনের নীচে গবাদি পশুর মৃত্যু হচ্ছে। গত বছরের তুলনায় এবার সেই মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়েছে। এপ্রিল থেকে অক্টোবর মাসের মধ্যেই অন্তত ২৬৫০টি গবাদি পশুর মৃত্যু হয়েছে রেলে কাটা পড়ে।
রেলের এক আধিকারিকের মতে, রেলে কাটা পড়ে গবাদি পশুর মৃত্যুর জেরে অক্টোবরের প্রথম ৯দিনেই ২০০টি ট্রেনের চলাচলে সমস্যা তৈরি হয়েছিল। অন্তত ৪ হাজার ট্রেনে সমস্যা তৈরি হয়েছিল চলতি বছরে।
তবে গবাদি পশুর দুর্ঘটনা এড়াতে গুজরাটে আরপিএফও তৎপর হয়েছে। গ্রামবাসীদেরও বোঝানো হয়েছে। কিন্তু তারপরেও এই ঘটনা। এপ্রিল মাসে পঞ্জাবে রেললাইনে গরুর পালকে বাঁচাতে গিয়ে তিনি জরুরী ব্রেক কষেছিলেন চালক। তার জেরে ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। তবে রেললাইনে যাদের গবাদি পশু ঘুরে বেড়াবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছে রেল।