বাংলা নিউজ > ঘরে বাইরে > আর্থিক তছরুপ মামলায় সুকন্যার জামিন, তিহাড় জেল থেকে কি মুক্তি পাবেন অনুব্রত কন্যা?‌

আর্থিক তছরুপ মামলায় সুকন্যার জামিন, তিহাড় জেল থেকে কি মুক্তি পাবেন অনুব্রত কন্যা?‌

অনুব্রত মণ্ডল ও মেয়ে সুকন্যা।

অনুব্রত মণ্ডলের পরিবারের পক্ষে এটি নিঃসন্দেহে একটি স্বস্তির খবর। তৃণমূল কংগ্রেস কর্মী–সমর্থকরা মনে করছেন, সুকন্যার জামিন দল ও সংগঠনের জন্য সত্যিই ইতিবাচক সংকেত। সেপ্টেম্বর মাসের শেষ দিকে অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি নিয়ে শুনানি রয়েছে আদালতে। সুকন্যার জামিন নিয়ে আদালতে সওয়াল–জবাব আগেই শেষ হয়েছিল।

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল জামিন পেলেন। আর্থিক তছরুপ মামলায় আজ, মঙ্গলবার শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। ইডির দায়ের করা মামলায় জামিন পেলেন সুকন্যা। ওই একই মামলায় এখন জেলবন্দি অনুব্রত মণ্ডল। তবে কেষ্ট সিবিআইয়ের একটি মামলায় আগেই জামিন পেয়েছেন। ২০২৩ সালের এপ্রিল মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত–কন্যা সুকন্যা। দিল্লিতে তাঁকে দীর্ঘ জেরার পর গ্রেফতার করা হয়। ওই একই মামলায় ঠিক সাড়ে আট মাস আগে গ্রেফতার হন সুকন্যার বাবা অনুব্রত মণ্ডল।

গ্রেফতার হওয়ার পর বেশ কয়েকবার জামিনের আবেদন করেছিলেন সুকন্যা। কিন্তু তা মেলেনি। এবার গ্রেফতারের ১৫ মাস পর অবশেষে সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন মেনে নিল দিল্লি হাইকোর্ট। সূত্রের খবর, বুধবার জেল থেকে বেরোতে পারেন অনুব্রত মণ্ডলের মেয়ে। বাবার মতো তিনিও তিহার জেলে বন্দি আছেন। আবার ২০২২ সালের অগস্ট মাসে অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকেই সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তদন্তকারী অফিসারদের দাবি, বিপুল সম্পত্তি সম্পর্কে অনুব্রত–কন্যার কাছে তথ্য আছে। আর সুকন্যা সিবিআইকে জানান, সম্পত্তি নিয়ে সব প্রশ্নের উত্তর তাঁর বাবা ও হিসাবরক্ষক মণীশ কোঠারিই দিতে পারবেন। তখন অনুব্রত এবং সুকন্যাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হয়।

আরও পড়ুন:‌ মুখ্যমন্ত্রীকে সংবিধানের ১৬৭ অনুচ্ছেদ মনে করালেন রাজ্যপাল, রাতেই পৌঁছল বার্তা

মণীশ কোঠারি এখন ইডির হেফাজতে রয়েছেন। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। তবে সিবিআইয়ের সব মামলায় জামিন পেলেও জেল থেকে ছাড়া পাননি বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা। কারণ ইডির করা মামলায় তাঁকে তিহাড় জেলেই থাকতে হচ্ছে। সুকন্যার জামিনে মুক্তির খবর পেয়ে উচ্ছ্বাস দেখা গিয়েছে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যে। তৃণমূল কংগ্রেস নেতাদের বক্তব্য, ‘আমাদের কাছে এককথায় স্বস্তির খবর। আমরা এখন কেষ্টদার মুক্তির অপেক্ষায় রয়েছি। সেটাও আশা করছি, দ্রুতই হবে।’‌

এছাড়া অনুব্রত মণ্ডলের পরিবারের পক্ষে এটি নিঃসন্দেহে একটি স্বস্তির খবর। তৃণমূল কংগ্রেস কর্মী–সমর্থকরা মনে করছেন, সুকন্যার জামিন দল ও সংগঠনের জন্য সত্যিই ইতিবাচক সংকেত। সেপ্টেম্বর মাসের শেষ দিকে অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি নিয়ে শুনানি রয়েছে আদালতে। সুকন্যার জামিন নিয়ে আদালতে সওয়াল–জবাব আগেই শেষ হয়েছিল। এরপর বেশ কিছুদিন কাটলেও নির্দেশ আসেনি। আগামীকাল, বুধবার সম্পূর্ণ হবে বলে খবর।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ময়নাতদন্তে কারচুপি নেই, RG করের চার্জশিটে বলল CBI, ডাক্তারদের চরম কটাক্ষ কুণালের ত্রিপুরায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মৃত ১, শান্তি মিটিং করল প্রশাসন '…তোর বাবা করেছে’, জুনিয়র ডাক্তারদের কটাক্ষ তৃণমূল নেতার, ট্রোলড লেখিকা স্ত্রী জয়নগরে বালিকার 'ধর্ষণ-খুনে'র তদন্ত করতে গঠিত হল ৭ সদস্যের সিট দশমী পর্যন্ত ধর্নায় নির্যাতিতার মা-বাবা, প্রতীকী মূর্তি নিয়ে বেরোবেন জুনিয়ররা শোয়েবের তৃতীয় বউয়ের প্রাক্তনও এবার দ্বিতীয় বিয়ে সারল! সানিয়াও কি সেই পথে হাঁটবেন ভারতকে সুবিধা করে দিল অজিরা! মহিলা T20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারাল ৬০ রানে! TMC'র স্ট্যাম্প দেওয়া কুপনে লেখা, মদ একটা( বাংলা),নেতার জন্মদিন নাকি বন্যাত্রাণ! ছেলের সঙ্গে নাচছিলেন গরবা,আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু পুনের গরবা কিংয়ের কাশ্মীরে ভোটে জেতায় এনসি-কে অভিনন্দন মোদীর, জবাবে গণতন্ত্র রক্ষার বার্তা ওমরের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.