বাংলা নিউজ > ঘরে বাইরে > Loan scam: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৩০ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, ৪ আধিকারিকের ৩ বছরের জেল

Loan scam: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৩০ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি, ৪ আধিকারিকের ৩ বছরের জেল

ইন্ডিয়ান ব্যাঙ্ক। প্রতীকী ছবি।

অভিযুক্ত আধিকারিকরা হলেন, ব্যাঙ্কের প্রাক্তন চিফ ম্যানেজার আজিজ, সিনিয়র ম্যানেজার জিভি শ্রীনিবাসন, সিনিয়র ম্যানেজার মুথিয়া এবং জেনারেল ম্যানেজার এস অরুণাচলম। তারা সকলেই ইন্ডিয়ান ব্যাঙ্কে কর্মরত ছিলেন। ঋণ কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরেই ঘটনার তদন্তে নামে সিবিআই।

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৩০ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি মামলায় ব্যাঙ্কেরই চার আধিকারিককে তিন বছরের কারাদণ্ড দিল আদালত। চেন্নাইয়ের একটি বিশেষ সিবিআই আদালত ওই চার ব্যাঙ্ক আধিকারিকসহ আরও দু'জনকে তিন বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়ার পাশপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

আরও পড়ুন: কয়েকশো কোটির ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ, দক্ষিণ কলকাতায় ব্যবসায়ীর বাড়িতে CBI

অভিযুক্ত আধিকারিকরা হলেন, ব্যাঙ্কের প্রাক্তন চিফ ম্যানেজার আজিজ, সিনিয়র ম্যানেজার জিভি শ্রীনিবাসন, সিনিয়র ম্যানেজার মুথিয়া এবং জেনারেল ম্যানেজার এস অরুণাচলম। তারা সকলেই ইন্ডিয়ান ব্যাঙ্কে কর্মরত ছিলেন। ঋণ কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পরেই ঘটনার তদন্তে নামে সিবিআই। এরপরেই ওই আধিকারিকদের জড়িয়ে থাকার বিষয়টি জানতে পারেন গোয়েন্দারা। অভিযোগ, ওই আধিকারিকরা ইন্ডিয়ান ব্যাঙ্কের থাউজেন্ড লাইটস শাখায় ভুয়ো ও জাল নথিপত্র দেখিয়ে একটি সংস্থাকে ঋণ পাইয়ে দিয়েছিলেন। ওই সংস্থার নাম ওভারসিজ লিমিটেড। ওই সংস্থার ডিরেক্টর ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় ওই ব্যাঙ্কের ৩৯ কোটি ক্ষতি হয়েছিল। তদন্তে গোয়েন্দারা জানতে পারে আধিকারিকরা নিজেরাই ওই টাকা আত্মসাৎ করেছিলেন।

সেই ঘটনার তদন্তে নেমে সিবিআই একে একে ওই অধিকাকদের গ্রেফতার করে। এরপর সিবিআই বিশেষ আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া। বিচার চলাকালীন প্রাক্তন চেয়ারম্যান সহ ভারতীয় ব্যাঙ্কের চার অভিযুক্ত সরকারি কর্মচারী মারা যান। তাই তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।

বন্ধ করুন