সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (সিবিআই) আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা ইউনিটের (আইপিসিইউ) যুগ্ম পরিচালক বিজয়েন্দ্র বিদারি, যিনি কমপক্ষে ২০০ জন পলাতকের অবস্থান সম্পর্কে জানতে পারেন এবং ২০২১ সাল থেকে ৭০ জনকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সমর্থ হয়েছেন। তাঁকে রাষ্ট্রপতির পুলিশ মেডেল প্রদান করা হবে। কেন্দ্রীয় সংস্থার ১৮ জন কর্মকর্তার মধ্যে তিনিও অন্যতম যিনি এই পদক পাচ্ছেন।
আইপিসিইউ ইন্টারপোল এবং বিদেশী দেশগুলির এজেন্সিগুলির সাথে তাদের এখতিয়ারে অপরাধীদের সনাক্ত করতে এবং প্রত্যর্পণ বা নির্বাসন অনুসরণে অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে সহায়তা করার জন্য সমন্বয় করে। গত সপ্তাহেই সংযুক্ত আরব আমিরশাহী থেকে খালিস্তানি জঙ্গি তারসেম সিংকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়।
কর্মকর্তারা জানান, আইপিসিইউ ২০২৩ সালে কমপক্ষে ২৪ জন, ২০২২ সালে ২৭ জন এবং ২০২১ সালে ১৮ জনকে ফিরিয়ে আনার সমন্বয় করেছে।
অপরাধীদের জিওলোকেটিং বলতে তাদের প্রযুক্তিগত তথ্য, ফোনের অবস্থান, অপরাধ কার্যকলাপ, মানব বুদ্ধিমত্তা ইত্যাদির মতো বিভিন্ন উপায়ে তাদের অবস্থানতে চিহ্নিত করাকে বোঝায়।
ইন্টারপোলের তথ্য বলছে, বর্তমানে ২৭৭ জনকে খুঁজছে ভারত এবং যাদের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা নামে রেড নোটিশ ঝুলে আছে।
২০০৫ ব্যাচের ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) অফিসার বিদারি ২০২০ সাল থেকে এই ইউনিটের সঙ্গে যুক্ত।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই), ইন্টারপোলের সাইবার ক্রাইম ডিরেক্টরেট, যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ), সিঙ্গাপুর পুলিশ ফোর্স এবং জার্মানির বিকেএ'র মতো সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে আইপিসিইউ। গত তিন-চার বছর ধরে মাদক চোরাচালান ইত্যাদি চলছে এবং বেশ কয়েকটি বিশেষ অভিযান চালিয়েছে।
বিদারি ছাড়াও ১১ জন অফিসারকে মেধাবী কাজের জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক এবং ৬ জন সিবিআই কর্মীকে বিশিষ্ট সেবার জন্য রাষ্ট্রপতির পুলিশ পদক দেওয়া হয়েছে।
স্বাধীনতা দিবস উপলক্ষে ১ হাজার ৩৭ জন পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস সদস্য, হোমগার্ড ও সিভিল ডিফেন্সের কর্মী এবং সংশোধনাগার পরিষেবা কর্মীকে সাহসিকতা ও সেবা পদক প্রদান করা হয়েছে।
মোট ২১৩ জন কর্মীকে সাহসিকতা পদক প্রদান করা হয়, যার মধ্যে সর্বাধিক ৫২ জন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মীরা, জম্মু ও কাশ্মীর পুলিশের ৩১ জন, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে ১৭ জন করে এবং ছত্তিশগড়ের ১৫ জন কর্মীকে সাহসিকতা পদক প্রদান করা হয়।