বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রাক্তন অর্থ সচিবের বাড়িতে তল্লাশিতে CBI, যোগ দিয়েছিলেন ভারত জোড়োতে

প্রাক্তন অর্থ সচিবের বাড়িতে তল্লাশিতে CBI, যোগ দিয়েছিলেন ভারত জোড়োতে

২০ ডিসেম্বর আলওয়ারে ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে সস্ত্রীক অরবিন্দ মায়ারাম। ফাইল ছবি: পিটিআই (PTI)

এখনও পর্যন্ত, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। কাউকে গ্রেফতারও করা হয়নি। অরবিন্দ মায়ারাম ছাড়াও অর্থ মন্ত্রক এবং RBI-এর আরও কয়েকজন আধিকারিকের নাম রয়েছে CBI-এর খাতায়।

দুর্নীতি মামলায় তদন্তের অংশ হিসাবে এবার প্রাক্তন অর্থ সচিবের বাড়িতে পৌঁছে গেল CBI । বৃহস্পতিবার অরবিন্দ মায়ারামের বাড়িতে তল্লাশি চালায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন।

রিপোর্ট অনুযায়ী, একইসঙ্গে দিল্লি এবং জয়পুরে অভিযানে নামেন CBI-এর গোয়েন্দারা। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, মুদ্রা ছাপার টেন্ডারে অনিয়ম ছিল। আর তারই সঙ্গে অরবিন্দ মায়ারাম জড়িত ছিলেন বলে অভিযোগ। ২০১২-১৪ সালে ভারতের অর্থ সচিব ছিলেন তিনি।

এবিপি লাইভের রিপোর্ট অনুযায়ী, CBI-এর এক সূত্র জানিয়েছেন, এদিন বেশ কয়েকটি নথি উদ্ধার হয়েছে। সেগুলির থেকে এই কেসের সঙ্গে তাঁর যোগ আছে বলে ইঙ্গিত মিলেছে। আরও পড়ুন: লালন শেখের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখতে AIIMS-এ পাঠাল হাইকোর্ট

যদিও এখনও পর্যন্ত, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। কাউকে গ্রেফতারও করা হয়নি।

অরবিন্দ মায়ারাম ছাড়াও অর্থ মন্ত্রক এবং RBI-এর আরও কয়েকজন আধিকারিকের নাম রয়েছে CBI-এর খাতায়।

কংগ্রেস নেতৃত্বাধীন UPA সরকারের আমলে অরবিন্দ মায়ারামকে গ্রামোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। ১৯৭৮ সালের ব্যাচের IAS অফিসার তিনি। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসাবেও কাজ করেছেন।

অরবিন্দ মায়ারামের ফিনান্সে PhD রয়েছে। বিশ্বব্যাঙ্ক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এবং আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের বোর্ডে ভারতের বিকল্প গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছেন এই দুঁদে আমলা। G20 এবং BRICS-এর মতো হেভিওয়েট সম্মেলনে ভারতের ফাইন্যান্স ডেপুটি ছিলেন তিনি। আরও পড়ুন: CBI Summoned: কাঁথি পুরসভার ইঞ্জিনিয়ারকে তলব করল সিবিআই, কেন এমন জরুরি ডাক?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া(SEBI) এবং লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার(LIC) বোর্ডেও ছিলেন অরবিন্দ মারায়ম।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন