বুধবার সকাল সকাল ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে হানা দিল সিবিআই। রায়পুর ও ভিলাইয়ে বাঘেলের বাড়ি, এক পদস্থ পুলিশ আধিকারিকের বাড়ি ও প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সহযোগীর বাড়িতে একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে সিহিআই। কোন মামলায় তল্লাশি চালানো হচ্ছে, সে বিষয়ে কিছু প্রকাশ করছে না সংস্থাটি। তবে মনে করা হচ্ছে, মহাদেব বেটিং অ্যাপ মামলায় এই অভিযান চালানো হয়ে থাকতে পারে। উল্লেখ্য, এই অ্যাপটি বেআইনি অনলাইন বেটিংয়ের জন্য তৈরি করা হয়েছিল। (আরও পড়ুন: সমীকরণ বদলাচ্ছে, ইউনুসের চিন সফরের আগেই বেজিংয়ে ‘ইতিবাচক’ বৈঠক ভারতের)
আরও পড়ুন: সুর বদলে বড় ঘোষণা ট্রাম্পের, মার্কিন প্রতিশোধমূলক শুল্ক থেকে ছাড় পাবে ভারত?
এদিকে সিবিআই অভিযানের খবর দিয়ে বাঘেলের দফতরের তরফ থেকে এক্স-এ লেখা হয়েছে, 'এখানে সিবিআই এসেছে। গুজরাটের আহমেদাবাদে এআইসিসি-র বৈঠকের জন্য গঠিত 'ড্রাফটিং কমিটি'-র বৈঠকে যোগ দিতে আজ দিল্লি যাচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তার আগেই রায়পুর ও ভিলাই নিবাসে পৌঁছে গিয়েছে সিবিআই।' (আরও পড়ুন: কক্সবাজারে মিলল একটা, দুটো নয়… আরাকান আর্মির ৬০ সেট ইউনিফর্ম,বাংলাদেশে কী হচ্ছে?)
আরও পড়ুন: ভারতের 'রিমোটলি পাইলটেড এয়ারক্রাফ্ট' হ্যাক করেছে চিন? মুখ খুলল সেনা
এদিকে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাড়িতে সিবিআই তল্লাশি প্রসঙ্গে কংগ্রেস নেতা সুশীল আনন্দ শুক্লা বলেন, 'এর আগে ওরা (বিজেপি) ইডিকে তাঁর বাড়িতে পাঠিয়েছিল। আজ রায়পুর ও ভিলাইয়ে ভূপেশ বাঘেলের বাড়িতে এসেছে সিবিআই। আজ দিল্লি যাওয়ার কথা তাঁর। কর্মসূচি বানচাল করতে আজ তাঁর বাসভবনে সিবিআই পাঠিয়েছে বিজেপি। রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় বিজেপি হতাশ।'
আরও পড়ুন: বিতর্কের আবহে অভ্যুত্থান নিয়ে মুখ খুললেন বাংলাদেশি সেনা প্রধান খোদ, বললেন...
উল্লেখ্য, এর আগে সম্প্রতি মদ কেলেঙ্কারির অভিযোগে বাঘেলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মদ কেলেঙ্কারিতে তাঁর ছেলের বিরুদ্ধে আর্থিক তছরুপের তদন্ত করতে দুর্গ জেলার ভিলাই শহরে ভূপেশ বাঘেলের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। এছাড়া প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) আওতায় চৈতন্য লক্ষ্মী নারায়ণ বনসল ওরফে পাপ্পু বনসলের ঘনিষ্ঠ সহযোগী সহ আরও ১৩টি জায়গায় তল্লাশি চালানো হয়েছিল গত ১০ মার্চ।
তল্লাশির সময় তাঁর বাড়িতে উপস্থিত ভূপেশ বাঘেল বলেছিলেন যে বিজেপির হতাশার ফলেই ইডির এই পদক্ষেপ। ইডি সূত্রে খবর, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে ছত্তিশগড়ে বাঘেলের নেতৃত্বাধীন কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন রাজ্যে মদ কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল। কেন্দ্রীয় সংস্থা এর আগে জানিয়েছিল যে ছত্তিশগড়ে মদ কেলেঙ্কারির ফলে রাষ্ট্রীয় কোষাগারের বিপুল ক্ষতি হয়েছে এবং মদ সিন্ডিকেটের সুবিধাভোগীদের ২,১০০ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
মহাদেব বেটিং অ্যাপের সঙ্গে ভূপেশ বাঘেলের যোগ কীভাবে?
এর আগে মহাদেব বেটিং অ্যাপের মালিক পরিচয় দিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছিল শুভম সোনি নামের যুবক। ভিডিয়োতে সেই শুভম সোনি দাবি করেছিলেন, ভূপেশ বাঘেলই নাকি তাঁকে দুবাই যেতে পরামর্শ দিয়েছিলেন। ভিডিয়োতে শুভম বলেন, 'প্রথম দিকে প্রতি মাসে ১০ লাখ টাকা করে দিতাম। আমাদের কাজ আরও বাড়তে থাকল। পরে রায়পুরে মুখ্যমন্ত্রী স্যার এবং বিট্টুর সঙ্গে দেখা হয়।' এই আবহে একটা সময় ইডির তরফে দাবি করা হয়েছিল, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছিল মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটাররা। ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাদেব অ্যাপের প্রসঙ্গ তুলে কংগ্রেস এবং বাঘেলকে তোপ দেগেছিলেন।
এদিকে এই মামলায় অসীম দাস এবং ভিম সিং যাদব নামক দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। ইডি জানিয়েছিল, অসীমের ৫.৩৯ কোটি নগদ উদ্ধার করা হয়েছিল। জেরায় অসীম দাস নাকি বলেছিল, বাঘেল নামক এক রাজনীতিবিদকে এই টাকা দিতে এসেছিল সে। এই টাকা নাকি দুবাই থেকে এসেছিল।