স্নেহাশিস রায়
সাইবার সংক্রান্ত আর্থিক দুর্নীতির তদন্তে নেমে মঙ্গলবার গোটা দেশজুড়ে তল্লাশি চালাল সিবিআই। ইন্টারপোল থেকে ইনপুট পাওয়ার পরেই অভিযান শুরু হয়। মার্কিন ফেডারেল ব্যুরো অফ ইনভেসটিগেশন, রয়াল কানাডিয়ান পুলিশ, অস্ট্রেলিয়ান ফেডেরাল এজেন্সি ও অন্যান্য দেশের পুলিশের কাছ থেকেও ইনপুট পেয়েছিল সিবিআই। তারপরই অভিযান শুরু হয়।
অপারেশন চক্রের আওতায় দেশের ১০৫টি লোকেশনে চলে এই হানা। এক আধিকারিক জানিয়েছেন, ৮৭টি পয়েন্টে সিবিআই তল্লাশি চালিয়েছে। দিল্লিতে পাঁচটি লোকেশনে, আন্দামান-নিকোবরে চারটি জায়গায়, চন্ডীগড়ে তিনটি জায়গায়, কর্ণাটকে ১২টি পয়েন্টে, পঞ্জাবে ও অসমেও তল্লাশি চলেছে। সব মিলিয়ে ১৩টি রাজ্যে তল্লাশি চলেছে।
সব মিলিয়ে ৩০০জনকে সিবিআইয়ের আতসকাঁচের নীচে রাখা হয়েছে। সব মিলিয়ে মোট তিন কোটি টাকা, তার মধ্যে ১.৫ কোটি নগদ ও ১.৫ কেজি সোনা উদ্ধার হয়েছে রাজস্থানে।
পুনে ও আমেদাবাদে দুটি কলসেন্টারেও অভিযান চলেছে। সেখান থেকে মার্কিন নাগরিকদের টার্গেট করা হত বলে অভিযোগ। কী ধরনের আর্থিক লেনদেন হত তা সিবিআই খতিয়ে দেখছে।
এদিকে অভিযানে প্রচুর ডিজিটাল সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। ডার্ক ওয়েবের মাধ্যমে সাইবার প্রতারণা হত বলে অভিযোগ।