বাংলা নিউজ > ঘরে বাইরে > CBI Raid In NSE Scam Case: NSE দুর্নীতি মামলায় দেশজুড়ে দিল্লি, কলকাতা, মুম্বই সহ বহু জায়গায় অভিযান CBI-এর

CBI Raid In NSE Scam Case: NSE দুর্নীতি মামলায় দেশজুড়ে দিল্লি, কলকাতা, মুম্বই সহ বহু জায়গায় অভিযান CBI-এর

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের দুর্নীতি মামলায় অভিযান CBI-এর (REUTERS)

CBI Raid In NSE Scam: দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, মুম্বই, কলকাতা, গান্ধীনগর সহ বহু জায়গায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। জানা গিয়েছে, একাধিক ব্রোকার সংস্থার দফতরে তল্লাশি অভিযান চালাল সিবিআই। 

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের দুর্নীতি মামলায় গোটা দেশজুড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাল সিবিআই। দিল্লি, নয়ডা, গুরুগ্রাম, মুম্বই, কলকাতা, গান্ধীনগর সহ বহু জায়গায় হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। জানা গিয়েছে, একাধিক ব্রোকার সংস্থার দফতরে তল্লাশি অভিযান চালাল সিবিআই। উল্লেখ্য, শেয়ার বাজারে দুর্নীতি ও হেরফেরের অভিযোগে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সিইও চিত্রা রামকৃষ্ণকে আগেই গ্রেফতার করে সিবিআই।

এর আগে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের প্রাক্তন এমডি-সিইও চিত্রা রামকৃষ্ণের উপদেষ্টা আনন্দ সুব্রমনিয়ামকে গ্রেফতার করেছিলেন তদন্তকারীরা। উল্লেখ্য, প্রাক্তন এমডি-সিইও চিত্রা রামকৃষ্ণ এক অজ্ঞাতপরিচয় 'যোগী'-র কথায় চলতেন বলে অভিযোগ ওঠে। সেই যোগীর কথায় নাকি চিত্রা এনএসই-র গোপন তথ্য ফাঁস করতেন। ধৃত চিত্রা ও আনন্দের বিরুদ্ধে ঘুষ নিয়ে বিশেষ সংস্থাকে কো-লোকেশন সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে।

উল্লেখ্য, 'অ্যালগোরিথিমিক ট্রেডিং'-এর মাধ্যমে এনএসই-র তরফে কয়েকজন ট্রেডারকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে। ২০১৮ সালের সেই মামলার তদন্ত প্রক্রিয়া শুরু হয় সম্প্রতি। তদন্ত শুরু হলে সেবির একটি নথি প্রকাশ্যে আসে। তাতে চিত্রার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। এদিকে কো-লোকেশন কেলেঙ্কারীর তদন্তে নেমে সিবিআই তদন্তকারীরা জানতে পারেন, দিল্লির ব্রোকিং সংস্থা ওপিজি সিকিউরিটিজ ও তার প্রোমোটার সঞ্জয় গুপ্ত নিয়ম ভেঙে এনএসই-র কো-লোকেশন ব্যবস্থার সুবিধা নিয়েছিলেন। এই সুবিধা নিয়ে সঞ্জয় সময়ের আগেই লগ ইন করে লেনদেন করতে পারতেন। এর ফলে অন্যান্য সংস্থার থেকে বেশি মুনাফা আসত তাঁর পকেটে। দশ বছর আগের সেই দুর্নীতির ঘটনায় চিত্রা, আনন্দ-সহ মুম্বইয়ে এক্সচেঞ্জের আধিকারিকদের অনেকেই জড়িত ছিলেন বলে অভিযোগ।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

১৩ হাজার কোটির বাড়তি বোঝা কাঁধে নিয়ে ৩% ডিএ বাড়াতে পারে সরকার: রিপোর্ট প্রতি মাসে ৬০ কোটি! বিগ বস ১৮ এর সঞ্চালনা করতে সলমনের পারিশ্রমিক শুনে হতবাক সবাই রোগা হওয়ার জন্য রোজ খালি পেটে জিরের জল খান? জানেন শরীরে এর কী প্রভাব পড়ছে? ফুচকা থেকে খিচুড়ি, ঋতুপর্ণার পুজোর মেনুতে থাকছে কী? কবে কী প্ল্যান করলেন? বাবা কানাডায় ট্রাকচালক! অজিদের বিরুদ্ধে ১১ নম্বরে নেমে শতরান সেই ভারতীয় তরুণের মহাষ্টমীতে লক্ষ্মী নারায়ণ যোগের বিশেষ সংযোগ, আচমকা অর্থ লাভ হবে ৫ রাশির পুজোয় ভিড় সামলাতে একাধিক ব্যবস্থা শিয়ালদা-হাওড়ায়, ট্রেনে ওঠার আগে জানুন বিশদ বন্ধ হয় ২০০৬ সালে, কলকাতা থেকে নতুন করে চালু হবে সেই আন্তর্জাতিক ফ্লাইট মা-বোনেরা ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন, আর আমার এখানে দুর্গাপুজো হচ্ছে…: শ্রীলেখা পুজোর সময় লোকাল বাতিলের প্রতিবাদে অবরোধ, শিয়ালদা দক্ষিণে ব্যাহত রেল পরিষেবা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.