বাংলা নিউজ > ঘরে বাইরে > CBI: এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের বিরুদ্ধে তদন্ত বন্ধ করল সিবিআই

CBI: এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও রাধিকা রায়ের বিরুদ্ধে তদন্ত বন্ধ করল সিবিআই

প্রণয় রায় ও রাধিকা রায়। (File Photo)

সিবিআই বলেছে, ২০০৯ সালে নেওয়া ঋণ মেটানোর সময় এনডিটিভি এবং তার তৎকালীন প্রোমোটাররা ব্যাঙ্কের ক্ষতি করেছিল এমন কোনও আইনত সমর্থনযোগ্য প্রমাণ তারা পায়নি।

এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও তাঁর স্ত্রী রাধিকা রায়ের বিরুদ্ধে আইসিআইসিআই ব্যাঙ্কের ৪৮ কোটি টাকা ক্ষতি করার অভিযোগে তদন্ত শুরু করার সাত বছর পর মঙ্গলবার কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তদন্ত চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত উপাদানের অভাবের কথা উল্লেখ করে মামলাটি বন্ধ করে দিয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, ২০০৯ সালে নেওয়া ঋণ মেটাতে গিয়ে এনডিটিভি বা তার তৎকালীন প্রোমোটাররা ব্যাঙ্কের ক্ষতি করেছে, এমন কোনও আইনি সমর্থনযোগ্য প্রমাণ পায়নি দুর্নীতি দমন সংস্থা।

২০১৭ সালের জুন মাসে দায়ের করা এফআইআরে সিবিআই প্রণয় রায়, তাঁর স্ত্রী রাধিকা এবং এনডিটিভির সঙ্গে যুক্ত একটি বেসরকারি সংস্থা আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও অপরাধমূলক অসদাচরণের অভিযোগ আনা হয়।

সিবিআইয়ের এফআইআরে অভিযোগ করা হয়েছে, রায় দম্পতির সঙ্গে যুক্ত আরআরপিআর হোল্ডিংস প্রাইভেট লিমিটেড পাবলিক ওপেন অফারের মাধ্যমে এনডিটিভির ২০ শতাংশ শেয়ার অধিগ্রহণের জন্য ইন্ডিয়া বুলস প্রাইভেট লিমিটেডের কাছ থেকে ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছিল।

আরআরপিআর হোল্ডিংস ইন্ডিয়া বুলসের কাছ থেকে ঋণ পরিশোধের জন্য আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে বার্ষিক ১৯ শতাংশ সুদের হারে ৩৭৫ কোটি টাকা ঋণ (৩৫০ কোটি টাকা বিতরণ করা হয়েছে)।

এফআইআরে আরও অভিযোগ করা হয়েছে যে রায় দম্পতি এই ঋণের জন্য তাদের পুরো শেয়ারহোল্ডিং জামানত হিসাবে বন্ধক রেখেছিল, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (সেবি), স্টক এক্সচেঞ্জ বা তথ্য ও সম্প্রচার মন্ত্রককে প্রতিশ্রুতি দিতে ব্যর্থ হয়েছিল।

সিবিআইয়ের দাবি, এক বছরের মধ্যেই আইসিআইসিআই ঋণ আংশিক মকুবের সিদ্ধান্তে সম্মতি জানায়, যার ফলে ব্যাঙ্কের ৪৮ কোটি টাকা ক্ষতি হয়েছে।

সিবিআইয়ের কাছে দায়ের করা অভিযোগে আইসিআইসিআই ব্যাঙ্কের বিরুদ্ধে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট লঙ্ঘন করে একটি নিউজ ব্রডকাস্টিং কোম্পানির মালিকানা একটি 'শেল' কোম্পানির হাতে হস্তান্তরের সুবিধার্থে এনডিটিভির প্রোমোটারদের সঙ্গে যোগসাজশ, জালিয়াতি ও ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ এনেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। সেবি আইন, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রবিধান এবং সংবাদ মাধ্যম সংস্থাগুলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়মাবলী।

অভিযোগকারী সিবিআইকে তদন্ত করার আহ্বান জানিয়েছেন যে এনডিটিভির আসল মালিক কে এবং 'গোপনে নিয়ন্ত্রণের পরিবর্তনে আইসিআইসিআই ব্যাংকের ভূমিকা" কী ভূমিকা পালন করেছিল।

আরও পড়ুন- 'হরিয়ানা নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য রাম রহিম-কেজরিওয়ালকে মুক্তি দিয়েছে বিজেপি', দাবি রবার্ট বঢরার

২০০৭-২০০৯ বিনিয়োগে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২০১৯ সালে দায়ের করা আরেকটি মামলায় মুকুল রায়ের বিরুদ্ধে তদন্ত করছে সিবিআই। লন্ডনে এনডিটিভির একটি সংস্থা মোট ১৬৩.৪৩ মিলিয়ন মার্কিন ডলারের এফডিআই পেয়েছে এবং জটিল লেনদেনের মাধ্যমে এনডিটিভির বিভিন্ন সহায়ক সংস্থায় এই অর্থ বিনিয়োগ করেছে বলে অভিযোগ করা হয়েছিল। এই বিশেষ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

২০২২ সালের ডিসেম্বরে, গৌতম আদানির গোষ্ঠী - আদানি গ্রুপ - একটি উন্মুক্ত অফারের মাধ্যমে এনডিটিভির বৃহত্তম শেয়ারহোল্ডার হয়ে ওঠে।

পরবর্তী খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল DA বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের! তবে এখনই হাতে আসবে না, কবে মিলবে বেশি টাকা? শনিতে ভারী বৃষ্টি চলবে, ১৬টি জেলায় জারি হলুদ সতর্কতা! সপ্তমীতেও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.