নারদ স্টিং অপারেশনকাণ্ডে ফের সাংবাদিক ম্যাথিউ স্যামুয়েলকে তলব করল সিবিআই।আগামী ২২ অগস্ট সকাল ১১ টায় বেঙ্গালুরুতে সিবিআইয়ের অফিসে তাঁকে হাজির হতে বলেছে কেন্দ্রীয় সংস্থা। সেখানে তাঁকে নারদ কেলেঙ্কারি মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জানা গিয়েছে, ম্যাথু স্যামুয়েলকে ইমেলের মাধ্যমে সিআরপিসির ধারা ১৬০ ধরার অধীনে নোটিশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নারদকাণ্ডে তৎপর সিবিআই, আবার তলব ম্যাথু স্যামুয়েলকে, পাল্টা চিঠি নিজাম প্যালেসে
২০১৬ সালের লোকসভা ভোটের আগে বাংলায় নারদ স্টিং অপারেশন চালানো হয়েছিল। এরপর ওই বছর ভোটের আগেই সেই অপারেশনে ফুটেজ প্রকাশ্যে আসতেই তোলপাড় পড়ে গিয়েছিল। তাতে বাংলার শাসক দলের একাধিক নেতাকে ঘুষ নিতে দেখা গিয়েছিল। তারপরেই তদন্ত শুরু করে সিবিআই। সেই ঘটনায় ম্যাথুকে একাধিবার ডেকে পাঠিয়েছিল সিবিআই। এর আগে ১৬ জুলাই তদন্ত সংস্থা সিবিআই ম্যাথুকে বেঙ্গালুরুতে ডেকে পাঠিয়েছিল। কিন্তু, নির্বাচন সংক্রান্ত খবর কভার করার জন্য সেই সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন। ফলে সিবিআইয়ের তলবে তিনি সাড়া দিতে পারেননি। তিনি বলেছিলেন দেশে ফিরলেই তিনি সিবিআই তলবে হাজিরা দেবেন।
এর আগেও স্যামুয়েলকে কলকাতার অফিসে তিনবার তলব করেছিল সিবিআই। গত ৪ এপ্রিল হাজিরার নির্দেশ থাকলেও শারীরিক অসুস্থতার কারণে হাজিরা দিতে পারেননি। তিনি সিবিআইকে জানিয়েছিলেন, পরবর্তী কালে তলব করলে হাজিরা দেবেন।
এদিকে, বারবার সিবিআই তলবে একাধিবার বিরক্ত প্রকাশ করেছেন ম্যাথু স্যামুয়েল। এর আগে তিনি তদন্তকারী সংস্থাকে জানিয়েছিলেন, কলকাতার সিবিআই অফিস এবং আদালতে বেশ কয়েকবার সিবিআইয়ের সমনে উপস্থিত হয়ে তিনি ইতিমধ্যে প্রচুর অর্থ ও সময় ব্যয় করেছেন। যদি সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন মনে করে তাহলে তাঁর জন্য পরিবহণ, বাসস্থানের খরচ সরবরাহ করতে বা তাঁকে তাঁর বাসভবনের কাছাকাছি কোনও জায়গায় ডেকে পাঠাবে।
তাঁর আবেদনের পরে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাঁকে ১৬ জুলাই বেঙ্গালুরুতে তলব করেছিল। তবে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার কথা জানিয়ে হাজিরা দিতে পারেননি। তাই এবারও ফের তাঁকে বেঙ্গালুরুতেই ডেকে পাঠানো হয়েছে। যদিও ম্যাথু এবারও হাজিরা এড়িয়ে যাবেন নাকি হাজিরা দেবেন সে বিষয়ে তাঁর কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।