রামপুরহাটের বগটুইকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে সিবিআই। আর তার নিরিখে একেবারে ঝাঁপিয়ে পড়েছেন সিবিআই আধিকারিকরা। শনিবার সিবিআইয়ের পদস্থ আধিকারিকরা বগটুই গ্রামে যান। ঘটনাস্থলে গিয়ে একের পর এক বাড়ি ঘুরে দেখেন তাঁরা। ৩০জনের সিবিআই টিম গ্রামে গিয়েছেন। সেই টিমের নেতৃত্ব দিচ্ছেন ডিআইজি সিবিআই অখিলেশ সিংহ।
এদিকে রামপুরহাট থানাতেও যান সিবিআই আধিকারিকরা। নানা ধরণের নথি দেখতে চান তাঁরা। এদিনই সিবিআই আধিকারিকরা ধৃতদের বয়ানও সংগ্রহ করতে পারেন। এদিকে সিবিআইয়ের টিম গ্রামে আসার আগেই পুলিশ আধিকারিকরাও গ্রামে যান। সিবিআই গ্রামে এসেই অগ্নিদগ্ধ বাড়িটিতে চলে যায়। বাড়ির পেছনের যে কোলাপসিবল গেট ভাঙার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ উঠছে সেটাও খতিয়ে দেখছেন আধিকারিকরা। ওই বাড়ির ছাদে উঠে পড়েন তাঁরা।
কোথায় আগুন ধরানো হয়েছিল, কোথায় পড়েছিল দেহগুলি সেটা বুঝে নেওয়ার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। একাধিক দলে ভাগ হয়ে চলছে তদন্ত। অন্য়ান্য যে বাড়িতে আগুন ধরানো হয়েছিল সেখানেও গিয়েছেন তাঁরা। এদিকে একটি বাড়িতে গ্যাসের সিলিন্ডার রান্নাঘরে ছিল না। তবে কি বড় বিস্ফোরণ যাতে না হয় সেকারণেই সেটি সরিয়ে ফেলেছিল দুষ্কৃতীরা? এদিকে সিএফএসএলের টিমও ঘটনাস্থলে রয়েছে। তাঁরা নমুনা সংগ্রহ করছেন।