বাংলা নিউজ > ঘরে বাইরে > CDS Anil Chouhan: সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন সিডিএস অনিল চৌহান

CDS Anil Chouhan: সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নিলেন সিডিএস অনিল চৌহান

সিডিএস জেনারেল অনিল চৌহান।. (ANI Photo) (ANI)

দিওয়ালির সময়টা দেশের সেনা জওয়ানদের সঙ্গে কাটিয়ে উপভোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি বহুবারই দেখা গিয়েছে। এই বছরও সেই ছবির অন্যথা হয়নি। জম্মু ও কাশ্মীরের কার্গিলে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটান সিডিএস অনিল চৌহান।

দিওয়ালি উদযাপন ঘিরে ২৪ অক্টোবর দেশের বিভিন্ন প্রান্তে উৎসবের মেজাজ দেখা যায়। দেশ যখন উৎসবের আননন্দে গা ভাসায়, তখন সীমান্তে দেশের বীর যোদ্ধারা দেশের প্রতিরক্ষায় উৎসব থেকে থাকেন বহু ক্রোশ দূরে। দেশের সেনা জওয়ানরা তখন কতর্ব্যে অবিচল। এবছর দেশের সেনা জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করতে রজৌরিতে ছিলেন সিডিএস অনিল চৌহান।

দিওয়ালির সময়টা দেশের সেনা জওয়ানদের সঙ্গে কাটিয়ে উপভোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি বহুবারই দেখা গিয়েছে। এই বছরও সেই ছবির অন্যথা হয়নি। জম্মু ও কাশ্মীরের কার্গিলে গিয়ে সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটান সিডিএস অনিল চৌহান। সোমবার তিনি সেখানে গিয়ে যসেনা তৎপরতা ও প্রস্তুতি খতিয়ে দেখেন। সর্বদা সচেতনতার বার্তা দেন সিডিএস। তাঁর সঙ্গে ছিলেন হোয়াইট নাইট কর্পস কমান্ডার লেফ্টন্যান্ট জেনারেল মনজিন্দর সিং। রজৌরি সেক্টরের বিভিন্ন পোস্ট সিডিএস ঘুরে দেখেন। সীমান্তের বিভিন্ন পোস্টে সিডিএস পরিস্থিতি ঘুরে দেখা করেন সেনা জওয়ানদের সঙ্গে। তাঁদের সঙ্গে কথা বলেন। একসঙ্গে বসে খাওয়াদাওয়াতেও অংশ নেন তিনি।

জানা গিয়েছে, নৌসেরা সেক্টরের নমনস্থলে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান সিডিএস। প্রসঙ্গত, যে শহিদরা দেশের জন্য আত্মত্যাগ করে দেশকে গর্বিত করেছেন ভারতীয় সেনার সেই বীর যোদ্ধাদের প্রতি এখানে শ্রদ্ধা জানান সিডিএস। ভারত সীমান্তে পরিস্থিতি নিয়ে কমান্ডারদের সঙ্গে কথাও বলেন ভারতীয় সেনার সিডিএস অনিল চৌধুরী। প্রসঙ্গত, কাশ্মীর সীমান্তে এবার শীত পড়তে চলেছে। ফলে সচেতনতা জরুরি। সেই নিরিখে, চ্যালেঞ্জিং পরিস্থিতিতে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তা নিয়ে সেনা কমান্ডারদের সঙ্গে কথা বলেন সিডিএস।

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন