কোনও সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হলে বা ড্রোন হামলার জেরে সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতি হলে ভারতের জবাব দেওয়ার অধিকার রয়েছে বলে হুঁশিয়ারি দিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। প্রসঙ্গত, জম্মুর বায়ুসেনা স্টেশনে ড্রোন হামলার পর একাধিকবার জম্মুতে বিভিন্ন সেনা ঘআঁটির উপর ড্রোনকে চক্কর খেতে দেখা যায়। সীমান্তেও দেখা যায় ড্রোনের। এর জেরে ক্রমেই ড্রোন হামলার আশঙ্কা বাড়ছে জম্মুতে।
উল্লেখ্য, জেনারেল রাওয়াতের এই হুঁশিয়ারির একদিন আগেই ড্রোন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। তিনি দাবি করেছিলেন, খোলা বাজারে খুব সহজেই ড্রোন কিনতে পাওয়া যায়, যার জেরে এটি রাষ্ট্র বিরোধীদের হাতেও চলে যাচ্ছে, যার জেরে ঝুঁকি বাড়ছে।
এদিন চিফ অফ ডিফেন্স স্টাফ বলেন, 'আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে যাতে প্রয়োজনে কঠোর বার্তা পাঠাতে পারি। যদি এরম কোনও ঘটনা আমাদের জাতীয় সুরক্ষাকে ক্ষুণ্ণ করে বা সামরিক বাহিনীর ক্ষতি করে তাহলে আমরা যেখানে ইচ্ছে সেখানে, যেভাবে ইচ্ছে সেভাবে জবাব দেওয়ার অধিকার রাখি। পরের হামলা জম্মুতে হবে কি না কেউ যানে না। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। এই হামলা অন্য এয়ারবেসে চালানো হতে পারে। ড্রোন বিরোধী সিস্টেমের উপর নজর দিতে হবে আমাদের।'
জেনারেল বিপিন রাওয়াত আরও বলেন, 'এই হামলার উদ্দেশ্য যদি আমাদের এটা জানানো হয়ে থাকে যে তোমাদের কাছে এই প্রযুক্তি আছে, তাহলে বার্তা আমরাও পাঠাতে পারি। যদি এরপর আমাদের কোনও ঘাঁটি ধ্বংস করার ছক কষা হয়ে থাকে, তাহলে আমাদের বাহিনী সেই মতো জবাব দেবে। আমরা ওদের আসল উদ্দেশ্য এখনও যানি না। তবে রাজনীতিকে দূরে সরালে বলব, সামরিক বাহিনী প্রস্তুত।'