মহারাষ্ট বিধানসভা নির্বাচনের প্রচারে যেভাবে মহিলা রাজনীতিকদের উদ্দেশ্য করে নোংরা ও অশালীন মন্তব্য করা হয়েছে, তা কিছুতেই বরদাস্ত করা হবে না।
এই বিষয়ে স্পষ্ট ভাষায় জাতীয় নির্বাচন কমিশনের অবস্থান জানিয়ে দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক রাজীব কুমার। তাঁর কড়া বার্তা, যদি কোনও মহিলা প্রার্থীর বিরুদ্ধে কোনও অশালীন মন্তব্য করা হয়, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে।
তাঁর এই নির্দেশ যাতে যথাযথভাবে পালন করা হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
সংবাদ সংস্থা এএনআই এই বিষয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে রাজীব কুমারকে উদ্ধৃত করে জানানো হয়েছে, এমন যেকোনও মন্তব্য, যা একজন মহিলার সম্মানহানি করে, তা কিছুতেই বরদাস্ত করা হবে না।
এই প্রসঙ্গে নির্বাচনী আচরণ বিধি মেনে চলারও নির্দেশ দেন রাজীব কুমার। তিনি বলেন, 'সমস্ত রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীদের বলা হচ্ছে, তাঁরা যেন এমন কোনও কাজ বা মন্তব্য না করেন, যা কোনও মহিলার জন্য সম্মানহানিকর বলে বিবেচিত হতে পারে।'
একইসঙ্গে, রাজীব কুমার এও জানিয়ে দিয়েছেন, নির্বাচনী প্রচারের সময় কোনও প্রার্থীকেই ব্যক্তিগত আক্রমণ করা যাবে না। এমন কোনও বিষয় নিয়ে তাঁর সমালোচনা করা যাবে না, যার সঙ্গে তাঁর জনপ্রতিনিধিত্বের কোনও সম্পর্ক নেই।
রাজীব কুমার ইতিমধ্যেই সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, যাতে তাঁরা এই বিষয়ে সজাগ ও সচেতন থাকেন।
যদি কোনও ব্যক্তি যদি কোনও মহিলার প্রতি কোনও অসম্মানসূচক মন্তব্য বা আচরণ করেন, তাহলে তাঁকে চিহ্নিত করে, যাতে দ্রুত তাঁর বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করা যায়, আধিকারিকদের সেই নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক।
উল্লেখ্য, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে মহা বিকাশ আঘাড়ি (এমভিএ)-এর শরিক দলগুলির সদস্যরা মহিলাদের প্রতি অসম্মানসূচক আচরণ করছেন। যার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী মোদী।
উল্লেখ্য, মুখ্য নির্বাচনী আধিকারিক ও প্রধানমন্ত্রী মোদীর এই সমালোচনার জন্য শিব সেনা (উদ্ধব ঠাকরেপন্থী) সাংসদ অরবিন্দ সাওয়ান্তের একটি মন্তব্যকেই দায়ী করছে সংশ্লিষ্ট মহল।
একনাথ শিণ্ডে গোষ্ঠীর শিব সেনা প্রার্থী শাইনা এনসি সম্পর্কে অশালীন ও অসম্মানসূচক মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
শাইনা সম্পর্কে অরবিন্দ নাকি বলেছিলেন, 'আমদানি করা মাল দিয়ে এখানে কোনও কাজের কাজ হবে না। কেবলমাত্র আসল মাল দিয়েই কাজ হবে। আমাদের কাছেই আসল মাল রয়েছে।'
প্রসঙ্গত, অরবিন্দ তাঁর এই মন্তব্য করার সময় সরাসরি শাইনা এনসি-র নাম উচ্চারণ না করলেও তাঁকে উদ্দেশ্য করেই এই মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।