বাংলা নিউজ > ঘরে বাইরে > Central Bank of India out of PCA List: পাঁচবছর পর এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উপর থেকে উঠল বিধিনিষেধ, বড় সিদ্ধান্ত RBI-এর

Central Bank of India out of PCA List: পাঁচবছর পর এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের উপর থেকে উঠল বিধিনিষেধ, বড় সিদ্ধান্ত RBI-এর

‘প্রম্পট কারেকটিভ অ্যাকশন (পিসিএ) অ্যাকশন ফ্রেমওয়ার্ক’ তালিকা থেকে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম বাদ দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এর ফলে বড় স্বস্তি পেল এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।