বাংলা নিউজ > ঘরে বাইরে > আলাপনের বিরুদ্ধে বেঞ্চ হপিংয়ের অভিযোগ তুলল কেন্দ্র, হলফনামা দিল্লি হাইকোর্টে

আলাপনের বিরুদ্ধে বেঞ্চ হপিংয়ের অভিযোগ তুলল কেন্দ্র, হলফনামা দিল্লি হাইকোর্টে

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। (HT_PRINT)

আলাপনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল। সেই মামলা চলছিল ক্যাটে বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যালে। পরে সেই মামলা দিল্লিতে শুনানির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আলাপন।

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যপাদ্যায়ের বিরুদ্ধে এবার বেঞ্চ হপিং বা এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে গিয়ে মামলা করার অভিযোগ উঠল। দিল্লি হাইকোর্টে হলফনামা দিয়ে আলাপনের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে কেন্দ্র। আলাপনের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক বেঞ্চ থেকে অন্য বেঞ্চে গিয়ে যেভাবে মামলা করেছেন আইনে তার অনুমতি নেই।

আলাপনের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছিল। সেই মামলা চলছিল ক্যাটে বা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুন্যালে। পরে সেই মামলা দিল্লিতে শুনানির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আলাপন। কিন্তু, ক্যাটের চেয়ারম্যান সেই মামলা দিল্লি হাইকোর্টে সরিয়ে দেন। এরপরেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আলাপন। সেই সময় মামলাটি চলছিল দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ডি এন পটেল ও বিচারপতি জ্যোতি সিংহর বেঞ্চে। সেখানে আলাপনের আর্জি খারিজ হয়ে যায়। তারপরে বিচারপতি ডি এন পটেল অবসর নেওয়ায় ডিভিশন বেঞ্চের রায় পুনর্বিবেচনার জন্য বিচারপতি রাজীব শাকধের ও বিচারপতি জ্যোতি সিংহের বেঞ্চে আর্জি জানান আলাপন। সেক্ষেত্রে কেন্দ্রের বক্তব্য হলফনামা আকারে জমা দিতে বলেছিল ডিভিশন বেঞ্চ। তার ভিত্তিতেই হলফনামা দিয়ে একথা জানায় কেন্দ্র।

এক্ষেত্রে কেন্দ্রের বক্তব্য হল, আলাপন এভাবে পুনর্বিবেচনার আর্জি করতে পারেন না। আইনে এর কোনও অনুমতি নেই। কেন্দ্রের অভিযোগ, এভাবে এক বেঞ্চকে আড়ালে রেখে অন্য বেঞ্চে মামলা সরাতে চাইছেন আলাপন। এটি আইন বহির্ভূত। যদিও এখনও মামলার রায় ঘোষণা করেনি দিল্লি হাইকোর্ট।

ঘরে বাইরে খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.