নতুন কোনও পদ সৃষ্টি করা যাবে না আগে থেকে অনুমতি না নিয়ে। অর্থমন্ত্রকের অধীন খরচ দফতরের এই বিজ্ঞপ্তি থেকে ছড়াল বিভ্রান্তি। অনেকে মনে করলেন তাহলে কী করোনা কালে আর নতুন করে কেন্দ্রীয় সরকার কর্মী নিয়োগ করবে না। মাঠে নামল প্রধান বিরোধী দল কংগ্রেসও। তারা এখনই এই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেওয়ার দাবি জানাল। তবে এই বিতর্কের মাঝে শনিবারই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র।
অর্থমন্ত্রকের তরফ থেকে শুক্রবারের বিজ্ঞপ্তিটি টুইটারে পোস্ট করে বলা হয়েছে যে এটা শুধু নয়া পদের জন্য। যেসব শূন্যপদ আছে, সেগুলির জন্য নির্ধারিত সূচী মেনেই কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ ইউপিএসসি থেকে আরআরবি, চাকুরি প্রত্যাশীদের ভয় পাওয়ার কিছু নেই। খালি পদে কর্মী নিয়োগ চলবে।
শুধু ব্যয় সংকোচনের জন্য অনাবশ্যক খরচের ওপর রাশ টানা হচ্ছে। এছাড়াও কনসালটেন্টের সংখ্যা কমাচ্ছে কেন্দ্র, নয়া পোস্ট তৈরী করার ওপর রাশ টানা হচ্ছে। অর্থনীতি যেখানে ২৩.৯ শতাংশ সংকুচিত হয়েছে তিন মাসে করোনার জেরে, সেখানে প্রত্যাশিত ভাবেই টাকা বাঁচানোর চেষ্টা করছে কেন্দ্র।