কেন্দ্র সরকার রাজ্যগুলিকে ২৪*৭ দ্রুত কোভিড টেস্টিং বুথ স্থাপনের জন্য সুবিধাজনক স্থান চিহ্নিত করার নির্দেশ দিয়েছে। করোনার প্রাথমিক পরীক্ষা এবং দ্রুত আইসোলেশনের প্রক্রিয়া বৃদ্ধির করার বিষয়টিকে আরও সহজ করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সরকারের কাছে ক্রমশ মাথাব্যথারা কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। ওমিক্রনের কথা মাথায় রেখে রাজ্যগুলিকে করোনা পরীক্ষা কেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে৷ বিশেষত ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা কেন্দ্র বাড়ানোর দিকে অতিরিক্ত জোর দেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে।
রাজ্যের মুখ্যসচিবদের উদ্দেশ্যে একটি চিঠি লিখে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এবং আইসিএমআর-এর ডিজি বলরাম ভার্গব বলেন, ‘একাধিক দ্রুত অ্যান্টিজেন টেস্ট (RAT) বুথ অবশ্যই স্থাপন করতে হবে এবং ২৪*৭ ভিত্তিতে তা চালু রাখতে হবে যাতে সকল নাগরিক যেকোনও সময় পরীক্ষা করাতে পারেন।’
ইতিমধ্যেই দেশ জুড়ে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১২০০-তে৷ বাড়ছে সাধারণ কোভিড আক্রান্তের সংখ্যাও৷ এই আবহে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য একগুচ্ছ গাইডলাইন জারি করে বলে, কোনওরকম উপসর্গ যেমন জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, মাথা যন্ত্রণা, শ্বাস কষ্ট ইত্যাদি থাকলে সঙ্গে সঙ্গে কোভিড পরীক্ষা করাতে হবে। কোনও ব্যক্তির এধরনের উপসর্গ থাকলে তাঁকে অবশ্যই কোভিড বিধি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও জানানো হয়েছে। একইসঙ্গে হোম টেস্ট কিট ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধিতে জোর দিতে বলা হয়েছে স্বাস্থ্য কর্মী ও প্যারামেডিক্যাল কর্মীদের।