সংবাদমাধ্যমের সামনে বেফাঁস কথা বলে কেন্দ্রীয় নেতৃত্বের রোষানলে পড়লেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দল সূত্রে খবর, এবার সংবাদ মাধ্যমের সামনে কথা বলার সময় সতর্ক হওয়ার জন্য তাঁকে পরামর্শ দেওয়া হয়েছে। এনিয়ে তাঁকে চিঠিও পাঠানো হয়েছে। তবে এবারই প্রথম নয়, এর আগেও দিলীপ ঘোষকে সতর্ক করেছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু তারপরেও তিনি কি সতর্ক হয়েছেন?
দল সূত্রে খবর, চিঠিতে সেই আগের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। দলের কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বিজেপির সাধারণ সম্পাদক অরুণ সিংহ এই চিঠি দিয়েছেন। সূত্রের খবর, সেই চিঠিতে লেখা হয়েছে, আগে অনেকবার আপনাকে সতর্ক করা হয়েছে। লাভ হয়নি। আপনার মন্তব্যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। আপাতত সংবাদমাধ্যমে আপনি মুখ খুলতে পারবেন না। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে চিঠিতে।
আর এই চিঠিকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে বিজেপির অন্দরে। এর আগে সংবাদমাধ্যমের সামনে বার বার তিনি দলের রাজ্য সভাপতির অভিজ্ঞতা কম বলে দাবি করেছিলেন। অন্য়দিকে কেন তিনি একথা বলছেন তার ব্যাখ্যাও দিয়েছিলেন পরবর্তী সময়ে। এমনকী দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এনিয়ে জানতেও চেয়েছিলেন তাঁর কাছে।
কিন্তু তারপরেও মুখ বন্ধ করেননি দিলীপ। তবে এবার যে দল বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে তা চিঠির মাধ্যমেই কার্যত উঠে এসেছে। তবে এবার দিলীপ ঘোষ নিজে কতটা সংযত হন সেটাই এখন দেখার।