বাংলা নিউজ > ঘরে বাইরে > সারদা-রোজভ্যালি বন্ধ হলেও চলছে চিটফান্ড জালিয়াতি, ৩ বছরে সরকারের নজরে ৮৪ সংস্থা

সারদা-রোজভ্যালি বন্ধ হলেও চলছে চিটফান্ড জালিয়াতি, ৩ বছরে সরকারের নজরে ৮৪ সংস্থা

সারদা-রোজভ্যালি বন্ধ হলেও চলছে চিটফান্ড জালিয়াতি (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

পঞ্জি স্কিম, মাল্টি-লেভেল মার্কেটিং, চিট ফান্ডের মতো কার্যক্রমের সঙ্গে যুক্ত ৮৪টি সংস্থার বিরুদ্ধে তদন্ত করছে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস।

গত তিন বছরে দেশে ৮৪টি কোম্পানির সাথে জড়িত আটটি মামলায় সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসকে নিয়োগ করা হয়েছে বলে সংসদে জানাল কেন্দ্র। এই ৮৪টি সংস্থা পঞ্জি স্কিম, মাল্টি-লেভেল মার্কেটিং, চিট ফান্ডের মতো কার্যক্রমের সঙ্গে যুক্ত। কর্পোরেট বিষয়ক প্রতিমন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং এক প্রশ্নের জবাবে সংসদে এই তথ্য জানিয়েছেন।

ভারতীয় জনতা পার্টির সাংসদ মহেশ পোদ্দারের প্রশ্নের জবাবে ইন্দ্রজিৎ সিং বলেন, ‘পঞ্জি স্কিম শব্দটি কোম্পানি আইন, ২০১৩-এর অধীনে সংজ্ঞায়িত করা হয়নি। তবে কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় এই ধরনের মামলায় তদন্তের নির্দেশ দিয়েছে। পঞ্জি, মাল্টি-লেভেল মার্কেটিং বা চিট ফান্ড কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোম্পানির সংখ্যা ৮৪। গত তিন বছরে এই ৮৪টি কোম্পানির সাথে যুক্ত ৮টি মামলার তদন্তভার দেওয়া হয়েছে সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসকে।’

ইন্দ্রজিৎ সিং এই ক্ষেত্রে কেন্দ্রের বিভিন্ন উদ্যোগ এবং ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘কোম্পানি আইনের অধীনে বিনিয়োগকারীদের সচেতন করতে প্রগ্রোম চালানো হয়। এই প্রোগ্রামগুলির প্রাথমিক ফোকাস থাকে বিনিয়োগকারীদের এটা বোঝানো যে কোনও বিনিয়োগ করার সময় কী কী করণীয় এবং কী করবেন না। বিভিন্ন প্রতারণামূলক এবং পঞ্জি স্কিম সম্পর্কে তাদের সম্পর্কে সচেতন করা হয়। ৩০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৬০৪টি জেলায় ৬২ হাজার ৬৭৮টিরও বেশি কর্মসূচি পরিচালিত হয়েছে। এর আওতায় ২৯ লাখের বেশি নাগরিককে কর্মসূচির সঙ্গে যুক্ত করে এই প্রতারণার বিষয়ে অবগত করা হয়েছে।’

ঘরে বাইরে খবর

Latest News

কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.