কয়েক দশকের পুরানো ঠিকানা ছেড়ে প্রতিরক্ষামন্ত্রকের প্রায় ৭ হাজার আধিকারিকের অফিসের ঠিকানা বদলে যাচ্ছে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় তাঁদের জন্য তৈরি হয়েছে ঝা চকচকে নতুন কার্যালয়। আফ্রিকা অ্যাভিনিউ ও কস্তুরবা গান্ধি মার্গের ঠিকানায় উঠে আসছে তাঁদের অত্য়াধুনিক অফিস। এতদিন তাঁরা পুরানো অফিস থেকেই কাজ করতেন। এমনকী ৭৫ বছর আগে ব্রিটিশ সেনাদের আস্তাবল যেখানে ছিল সেখানেই পরবর্তী সময় একাধিক অফিস গড়ে উঠেছিল। এবার বদলে যাচ্ছে সেই অফিসের ঠিকানা। সূত্রের খবর আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সেই অফিসের উদ্বোধন করতে পারেন।
এদিকে সূত্রের খবর পুরানো জায়গায় প্রতিরক্ষা মন্ত্রক প্রায় ৯.২ লাখ স্কোয়ার ফুট জায়গা ছেড়ে দিচ্ছে। সেক্ষেত্রে নতুন জায়গায় দুটি মাল্টি স্টোরিড বিল্ডিংয়ে তারা প্রায় ৯.৬ লক্ষ স্কোয়ার ফুট জায়গা পাচ্ছে। প্রায় ১৩ একর জায়গার উপর ছড়িয়ে রয়েছে এই নতুন বিল্ডিং। সূত্রের খবর, প্রায় ৭৭৫ কোটি টাকায় তৈরি হয়েছে এই নতুন অফিস কমপ্লেক্স। প্রতিরক্ষামন্ত্রকের আর্থিক সহায়তায় ও আবাসন ও নগর উন্নয়ন দফতরের উদ্যোগে তৈরি হয়েছে এই কমপ্লেক্স। সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের আওতাতেই তৈরি হয়েছে এই কমপ্লেক্স। দুটি কমপ্লেক্স মিলিয়ে প্রায় দেড় হাজার গাড়ি রাখার মতো পার্কিংও রয়েছে। নতুন এই কমপ্লেক্সে আধুনিক নানা সুযোগ সুবিধাও থাকছে। ক্যান্টিন, ব্যাঙ্কও থাকছে এই কমপ্লেক্সে। এদিকে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় নর্থ ও সাউথ ব্লকে জাতীয় সংগ্রহশালা করার পরিকল্পনা রয়েছে।