ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের সমাধির ঠিক পাশেই নির্মিত হবে দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ? কেন্দ্রীয় সরকার যেভাবে এগোচ্ছে, তাতে এখনও পর্যন্ত অন্তত তেমনটাই মনে হচ্ছে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, কেন্দ্রীয় সরকারের তরফে ১.৫ একর জমি চিহ্নিত করা হয়েছে। নয়াদিল্লির রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে সেই জমি বাছা হয়েছে। স্থির করা হয়েছে, সেখানেই গড়ে তোলা হবে ড. মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ। তার ঠিক পাশেই থাকবে প্রণব মুখোপাধ্যায়ের সমাধি।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্য়েই এই বিষয়টি মনমোহন সিংয়ের পরিবারের সদস্যদের জানানো হয়েছে। সরকারের তরফে আনুষ্ঠানিকভাবে এই কাজ করেছে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক।
মনমোহনের পরিবারের কাছে অনুরোধ করা হয়েছে, এই পরিকল্পনা বাস্তবায়িত করতে যাতে অবিলম্বে একটি ট্রাস্ট বা অছি পরিষদ গঠন করা হয়। প্রসঙ্গত, যে কোনও সরকারি সম্পত্তিতে এই ধরনের কোনও নির্মাণ করতে গেলে ট্রাস্ট বা অছি পরিষদ থাকা আবশ্যিক।
উল্লেখ্য, কেন্দ্রের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল, ড. মনমোহন সিংয়ের নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে। তারপর গত মাসে সেই পরিকল্পনা রূপায়নের জন্য রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে জমি পরিদর্শনে আসেন সরকারি প্রতিনিধিরা।
এর পাশাপাশি, ড. মনোমহন সিংয়ের পরিবারের সদস্যদেরও এই নির্বাচিত স্থান পরিদর্শন করতে আসার জন্য অনুরোধ করা হয়। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা এই বিষয়ে কোনও উত্তর দেননি। সরকার তাঁদের যে প্রস্তাব দিয়েছে, সেটি তাঁরা কত দূর বিবেচনা করে দেখেছেন, সেটাও এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
সূত্রের দাবি, এই প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হয়তো আরও কিছুটা সময় নেবেন মনমোহনের পরিবারের সদস্যরা। তাছাড়া, তাঁরা কী ধরনের স্মৃতিসৌধ নির্মাণ করাতে চান, তার গঠন কেমন হবে, এসব নিয়েও পরিবারের সদস্যদের আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। তারপরই সরকারের তরফে এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।
প্রসঙ্গত, যমুনা নদীর তীরে রয়েছে এই রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্স। এখানে ভারতের বিভিন্ন সময়ের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী প্রমুখদের শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তাঁদের অনেকেরই স্মৃতিসৌধ রয়েছে এখানে।
এই তালিকায় রয়েছেন - অটল বিহারী বাজপেয়ী, পি ভি নরোশিমা রাও, চন্দ্রশেখর, আই কে গুজরাল। এবার সেখানেই প্রণব মুখোপাধ্য়ায় এবং ড. মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ গড়ে তোলার কথা ভাবা হচ্ছে।