
NPR আপডেটের জন্য বাজেটে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
১ মিনিটে পড়ুন . Updated: 24 Dec 2019, 04:46 PM ISTআগামী বছর এপ্রিল থেকে শুরু হবে এই প্রক্রিয়া। চলবে সেপ্টেম্বর পর্যন্ত।
আগামী বছর এপ্রিল থেকে শুরু হবে এই প্রক্রিয়া। চলবে সেপ্টেম্বর পর্যন্ত।
ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের (এনপিআর) তথ্য আপডেটের জন্য বরাদ্দ বাজেটে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, ৩,৯৪১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।
আগামী বছর এপ্রিল থেকে শুরু হবে এই প্রক্রিয়া। চলবে সেপ্টেম্বর পর্যন্ত। তবে সেজন্য কোনও নথি লাগবে না। প্রয়োজন নেই বায়োমেট্রিক তথ্যের। বরং বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। জাভড়েকর বলেন, 'এনপিআরের জন্য কোনও প্রমাণ লাগবে না। এটি স্বঘোষিত প্রক্রিয়া।কোনও পরিচয়পত্র নথি নেওয়া হবে না। সরকারের বিশ্বাস, মানুষ তাঁদের সঠিক তথ্য দেবেন।' বাড়ি নথিকরণ ফর্ম পূরণ করার পর মানুষকে ১৪-২০টি প্রশ্ন করা হবে।
মন্ত্রীর দাবি, এনপিআরের ফলে সবার ভালো হবে। কিন্তু, একটি অংশ থেকে বলা হচ্ছে, এনআরসি ও এনপিআর একই। এনিয়ে জাভড়েকর বলেন, 'এনআরসির সঙ্গে এনপিআরের কোনও যোগ নেই।'