বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ বললেই ‘কনটেন্ট’ মুছতে হবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ কেন্দ্রের

‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ বললেই ‘কনটেন্ট’ মুছতে হবে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে নির্দেশ কেন্দ্রের

সোশ্যাল মিডিয়ায় করোনাভাইরাসের ‘ভারতীয় ভ্যারিয়েন্টের’ বাড়বাড়ন্ত রুখতে তৎপর হল কেন্দ্র।(ছবিটি প্রতীকী, সৌজন্য  রাহুল রাউত/হিন্দুস্তান টাইমস)

সোশ্যাল মিডিয়ায় করোনাভাইরাসের ‘ভারতীয় ভ্যারিয়েন্টের’ বাড়বাড়ন্ত রুখতে তৎপর হল কেন্দ্র।

সোশ্যাল মিডিয়ায় করোনাভাইরাসের ‘ভারতীয় ভ্যারিয়েন্টের’ বাড়বাড়ন্ত রুখতে তৎপর হল কেন্দ্র। করোনার বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে যে সমস্ত কনটেন্টে ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে বা ডাকা হয়েছে বা উদ্ধৃত করা হয়েছে, সেগুলি অবিলম্বে সরিয়ে দেওয়ার জন্য শুক্রবার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নির্দেশ দিল নরেন্দ্র মোদী সরকার।

কেন্দ্রীয় বৈদ্যুতিন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে এ চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের নজরে এসেছে যে একটি ভুয়ো মন্তব্য অনলাইনে ছড়িয়ে পড়েছে। তাতে বলা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে। যা সম্পূর্ণ মিথ্যা। বৈজ্ঞানিকভাবে তেমন কোনও প্রজাতির করোনাভাইরাসকে চিহ্নিত করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। নিজেদের কোনও রিপোর্ট হু বি.১.৬১৭ ভ্যারিয়েন্টকে ভারতীয় ভ্যারিয়েন্ট হিসেবে তুলে ধরেনি।’

গত বছর অক্টোবরে ভারতে প্রথম বি.১.৬১৭ ভ্যারিয়েন্ট চিহ্নিত করা হয়েছে। তারপর থেকে তা ভারতীয় প্রজাতির করোনা হিসেবেই বিভিন্ন মাধ্যমে উল্লেখ করা হতে থাকে। যে ভ্যারিয়েন্টকে ভারতে দ্বিতীয় দফায় করোনার বাড়বাড়ন্তের জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারইমধ্যে করোনাভাইরাস নিয়ে বিশ্বের স্বাস্থ্য সংক্রান্ত সর্বোচ্চ প্রতিষ্ঠানের টেকনিকাল লিড মারিয়া ভ্যান কেরখোভ জানান, ভারতে যে প্রজাতির (বি.১.৬১৭) করোনা পরিলক্ষিত হচ্ছে, সারা বিশ্বের কাছে উদ্বেগের বিষয়। প্রাথমিক গবেষণা অনুযায়ী, সেই ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক বলে দাবি করেন মারিয়া। 

তবে হু সাফ জানিয়েছিল, 'হু কোনও ভাইরাস বা ভ্যারিয়েন্টকে যে দেশ থেকে শুরু হয়েছে, সেই দেশের নাম দিয়ে চিহ্নিত করে না। আমরা বৈজ্ঞানিক নাম দিয়ে চিহ্নিত করি। সমতা বজায় রাখতে সবাইকে সেই পন্থা মেনে চলার আর্জি জানানো হচ্ছে।' তারই রেশ ধরে ১২ মে কেন্দ্র জানিয়েছিল, করোনাভাইরাসের কোনও ভারতীয় প্রজাতি বা ‘ভারতীয় ভ্যারিয়েন্ট’ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তেমন কোনও নামকরণ করেনি।

ঘরে বাইরে খবর

Latest News

গান ছাড়া আরও একটা জিনিসের প্রতি প্য়াশন ছিল! দাদাগিরির মঞ্চে এসে ফাঁস করলেন অনীক DC-এর হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ১০০ ম্যাচ খেলার নজির পন্তের, পেলেন বিশেষ জার্সি বাড়িতে বসে EDর ওপর হামলায় নেতৃত্ব দিয়েছিল শাহজাহান, আদালতে বলল সিবিআই ‘‌আমার বাংলায় একসঙ্গে সবাই যেন ভাল থাকতে পারি’‌, ব্যান্ডেজ নিয়ে ইফতারে মমতা নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.