বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘সংবেদনশীল তথ্য’ প্রকাশের জন্য প্রাক্তন নিরাপত্তা অফিসারদের লাগবে অনুমতি, নির্দেশ কেন্দ্রের

‘সংবেদনশীল তথ্য’ প্রকাশের জন্য প্রাক্তন নিরাপত্তা অফিসারদের লাগবে অনুমতি, নির্দেশ কেন্দ্রের

অনুমতি ছাড়া ‘সংবেদনশীল তথ্য’ প্রকাশ করতে পারবেন না প্রাক্তন নিরাপত্তা অফিসাররা, নির্দেশ কেন্দ্রের (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)

সেই নির্দেশের জন্য ইতিমধ্যে ১৯৭২ সালে কেন্দ্রীয় সিভিল সার্ভিস সার্ভিসেস (পেনশন) রুলসেও সংশোধনী এনেছে কেন্দ্র।

সরকারি গোয়েন্দা সংস্থার অবসরপ্রাপ্ত আধিকারিকদের জন্য কড়া বিধিনিষেধ জারি করল কেন্দ্র। যা নিরাপত্তা সংক্রান্ত সংস্থায় কাজ করা প্রাক্তন আধিকারিকদের ক্ষেত্রেও প্রয়োজ্য হবে। কেন্দ্রের তরফে গেজেট নোটিফিকেশন জারি করে জানানো হল, অনুমতি ছাড়া অবসরগ্রহণের পর সরকারি গোয়েন্দা সংস্থা বা নিরাপত্তা সংক্রান্ত সংস্থার আধিকারিকরা সংশ্লিষ্ট সংস্থা সংক্রান্ত কোনও বিষয় বা ‘সংবেদনশীল তথ্য’ প্রকাশ করতে পারবেন না। 

সেই নির্দেশের জন্য ইতিমধ্যে ১৯৭২ সালে কেন্দ্রীয় সিভিল সার্ভিস সার্ভিসেস (পেনশন) রুলসেও সংশোধনী এনেছে কেন্দ্রের কর্মীবর্গ এবং প্রশিক্ষণ দফতর। গত ৩১ মে'র গেজেট নোটিফিকেশনে বলা হয়েছে, ‘২০০৫ সালের তথ্য প্রযুক্তি আইনের দ্বিতীয় তফসিলের অন্তর্গত গোয়েন্দা বা নিরাপত্তা সংক্রান্ত সংস্থায় কাজ করা কোনও সরকারি চাকুরে সংশ্লিষ্ট সংস্থার প্রধানের অনুমতি ছাড়া অবসর গ্রহণের পর কোনও আধিকারিক সম্পর্কিত তথ্য ও তাঁর পদ, নিজে কাজ করার সুবাদে যে অভিজ্ঞতা বা জ্ঞান-সহ সংশ্লিষ্ট সংস্থার কোনও তথ্য প্রকাশ করতে পারবেন না।’

একইসঙ্গে ‘সংবেদনশীল তথ্য’ প্রকাশ করা থেকেও আধিকারিকদের বিরত থাকতে বলেছে কেন্দ্র। যা ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা, সুরক্ষা, কৌশলগত-বৈজ্ঞানিক-অর্থনৈতিক স্বার্থ বা বিদেশি রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব ফেলতে পারে বা কোনও অপরাধের ক্ষেত্রে প্ররোচনা জোগাতে পারে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যদি অবসর গ্রহণের পর কোনও আধিকারিক কোনও তথ্য প্রকাশের অনুমতি চেয়ে আবেদন করেন, তাহলে সেই অনুমতি গ্রাহ্য হবে কিনা, তা নির্ধারণ করবেন সংশ্লিষ্ট সংস্থার প্রধান। যে সংস্থায় ওই আধিকারিক কাজ করতেন। ওই সংস্থার প্রধানই সিদ্ধান্ত নেবেন, বিষয়টি ‘সংবেদনশীল’ কিনা।

ঘরে বাইরে খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.