বাংলা নিউজ > ঘরে বাইরে > Uniform Civil Code: জাতীয় ঐক্য নিয়ে বার্তা দিয়ে 'ইউনিফর্ম সিভিল কোড' নিয়ে প্রথম হলফনামা সুপ্রিম কোর্টে পেশ কেন্দ্রের

Uniform Civil Code: জাতীয় ঐক্য নিয়ে বার্তা দিয়ে 'ইউনিফর্ম সিভিল কোড' নিয়ে প্রথম হলফনামা সুপ্রিম কোর্টে পেশ কেন্দ্রের

সুপ্রিম কোর্ট। (Amit Sharma) (HT_PRINT)

আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের পিটিশনের সাপেক্ষে এই হলফনামা পেশ করেছে কেন্দ্র। তাঁর পিটিশনে চিনি কেন্দ্রের কাছে একটি একক সমতা সম্পন্ন আইনের দাবি করেছেন যা , ডিভোর্স, দত্তকগ্রহণ, অভিভাবকত্ব, উত্তরসূরি প্রাপ্তি, বিয়ে সহ বিভিন্ন বিষয়ে হবে।

‘ইউনিয়ন সিভিল কোড’ ইস্যুতে  সুপ্রিম কোর্টে প্রথম হলফনামা পেশ করল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে হলফনামা পেশ করে একাধিক সওয়াল আদালতেক সামনে রাখে কেন্দ্র। কেন্দ্রের তরফে দাবি করা হয় যে, বিবিধ আইনের জেরে দেশের জাতীয় ঐক্য বিঘ্নিত হচ্ছে। আর তার জন্যই এি হলফনামা।

আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের পিটিশনের সাপেক্ষে এই হলফনামা পেশ করেছে কেন্দ্র। তাঁর পিটিশনে চিনি কেন্দ্রের কাছে একটি একক সমতা সম্পন্ন আইনের দাবি করেছেন যা , ডিভোর্স, দত্তকগ্রহণ, অভিভাবকত্ব, উত্তরসূরি প্রাপ্তি, বিয়ে সহ বিভিন্ন বিষয়ে হবে। এই অভিন্ন আইন, জাতি, লিঙ্গ ও ধর্মীয় ভেদাভেদ ছাপিয়ে যাওয়ার প্রসঙ্গও অশ্বিনী উপাধ্যায়ের পিটিশনে রয়েছে। এক্ষেত্রে 'পারসোনাল ল' প্রসঙ্গটি তুলে ধরেছে পিটিশন। এর আগে, ইউনিয়ন সিভিল কোড নিয়ে একাধিক পিটিশনের সাপেক্ষে কেন্দ্রকে নিজের অবস্থান জানাতে বলে সুপ্রিম কোর্ট। এরপর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার নিজের অবস্থান জানিয়েছে। 

বুকে ব্যথার মতো উপসর্গ নিয়ে ছড়াচ্ছে ওমিক্রন বিএফ সেভেন! রয়েছে আর কোন লক্ষণ?

 

বর্তমানে 'পারসোনাল ল' হল এমন একটি আইন, যা ধর্ম ও লিঙ্গের বৈষম্যের ভিত্তিতে ভিন্ন। উল্লেখ্য, দেশে বহু ধর্মের মানুষের আলাদা ‘পারসোনাল ল’  রয়েছে। তাঁরা সেই বিশেষ "ব্যক্তিগত আইন' এর নিরিখে জীবনযাপন করেন। সেই জায়গা থেকেই গোটা দেশে অভিন্ন ইউনিফর্ম সিভিল কোড চালু কথা বলছে কেন্দ্র। তাদের হলফনামায় দাবি করা হয়েছে, একাধিক আইন এদেশের জাতীয় ঐক্যকে কেড়ে নিচ্ছে। ফলে সেই জায়গা থেকে কোডের প্রয়োজনীয়তা রয়েছে। উল্লেখ্য, সংবিধানের আর্টিক্যাল ৪৪ এর আওতায় আসে ইউনিফর্ম সিভিল কোড। এই নিয়মে বলা হয়েছে, জাতি, ধর্ম, লিঙ্গের বৈষম্য কাটিয়ে একটি অভিন্ন আইন হতে পারে ডিভোর্স, বিয়ে , দত্তক গ্রহণ সহ কয়েকটি বিষয়ে।

 

 

 

 

 

 

 

বন্ধ করুন