চিন থেকে কী কী আমদানি হচ্ছে? অন্য দেশ থেকে আসা কোনও দ্রব্য আসলে চিন থেকেই আসছে না তো? এই বিষয়েই এবার কড়া হবে কেন্দ্র সরকার। এ বিষয়ে ওয়াকিবহাল মহল সূত্রে মিলেছে এই খবর।
1/6চিন থেকে কী কী আমদানি হচ্ছে? অন্য দেশ থেকে আসা কোনও দ্রব্য আসলে চিন থেকেই আসছে না তো? এই বিষয়েই এবার কড়া হবে কেন্দ্র সরকার। এ বিষয়ে ওয়াকিবহাল মহল সূত্রে মিলেছে এই খবর। প্রতীকী ছবি : পিটিআই (PTI)
2/6এক সময়ে অবশ্য চিন বা অন্য বিভিন্ন দেশ থেকে আসা আমদানি চাক্ষুষ পর্যবেক্ষণ ও নজরদারি করতেন আবগারি আধিকারিকরা। কিন্তু ২০২০-র মাঝামাঝি সময় থেকে সেটি বন্ধ হয়ে যায়। ভারতীয় সংস্থাগুলির দাবি ছিল যে, শুল্ক দফতর প্রতিটি চিনা আমদানি(শিপমেন্ট) খতিয়ে খতিয়ে যাচাই করে। আর এই প্রক্রিয়ার কারণে তাদের আমদানিতে অনেক বেশি সময় লেগে যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স (PTI)
3/6মহামারী পরিস্থিতি কাটিয়ে অর্থনীতির চাকা ফের ঘুরতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই চিন থেকে কাঁচামালের আমদানি বেড়েছে। কিন্তু এই বিপুল বৃদ্ধির মাত্রাই 'অস্বাভাবিক' মনে করছেন কেন্দ্রীয় আধিকারিকরা। কেন? (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
4/6২০২২ সালের প্রথম আট মাসে চিন থেকে ভারতের আমদানি ৩৪% বেড়ে $৭৮.৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। চিনে ভারতের রফতানি যদিও ৩৭% কমে ১২.৬ বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
5/6সূত্রের খবর, সরকার মনে করছে যে, তৃতীয় কোও দেশ ঘুরে থেকে চিনা পণ্য আবার ভারতে রফতানি করা হচ্ছে। চিন থেকে ভারতের আমদানি ২০২২ সালের জানুয়ারি-জুলাইতে আগের বছরের তুলনায় ২৯% বৃদ্ধি পেয়েছে। (ছবি সৌজন্যে রয়টার্স) (PTI)
6/6এমন পরিস্থিতিতে ফের প্রতিটি শিপমেন্ট খতিয়ে দেখার নিয়মই ফিরিয়ে আনতে পারে কেন্দ্র। আগের মতোই কী দ্রব্য দেশে আসছে, তা খুঁটিয়ে দেখবেন শুল্ক দফতরের আধিকারিকরা। ফাইল ছবি: এএফপি (PTI)