
GST কাঠামোয় বড় বদলের পথে কেন্দ্র
১ মিনিটে পড়ুন . Updated: 20 Feb 2021, 05:24 PM IST- ১২ ও ১৮ শতাংশের স্ল্যাবকে মিশিয়ে একটি করার কথা ভাবছে সরকার।
জিএসটি কাঠামোয় বড় বদল আনতে চাইছে কেন্দ্র। ১২ ও ১৮ শতাংশের স্ল্য়াবটিকে মিশিয়ে একটি স্ল্যাব করতে চায় তারা। অনেক রাজ্য এই দাবি করেছে ও সেটিকে অনুমোদন করছে Fifteenth Finance Commission (FFC). বর্তমানে ভারতে চারটি ট্যাক্স স্ল্যাব আছে সেগুলি হল ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ। এছাড়াও কিছু বিলাসপণ্যের ওপর সেস আছে।
অর্থমন্ত্রকের এক কর্তা জানিয়েছেন যে মার্চে যে জিএসটি কাউন্সিলের বৈঠক আছে সেখানে এই নিয়ে আলোচনা হবে। রাজ্যদেরও একমত হতে হবে তিনি জানান। জানা যাচ্ছে যে ভাবে রাজস্ব কমেছে সেটা ঠিক করতেই এই পথে যেতে চায় কেন্দ্র। ১২ ও ১৮ শতাংশকে মিশিয়ে নিলে যেই পণ্যগুলি ১২ শতাংশ কর স্ল্যাবে আছে সেগুলির দাম বাড়বে। অন্যদিকে যেগুলি ১৮ শতাংশের স্ল্যাবে আছে তার দাম কমবে।
কিন্তু মোটের ওপর এতে লাভ হবে সরকার ও উপভোক্তার বলেই মনে করা হচ্ছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে ঘি, মাখন, চশমা ইত্যাদি দাম বাড়বে অন্যদিকে সাবান, কাপড় ইত্যাদি সস্তা হবে। যেভাবে অপ্রত্যক্ষ করের পরিমাণ প্রত্যাশামতো বাড়েনি, সেটা নিয়ে অনেক রাজ্যই চিন্তিত। তাই এই প্রস্তাব সদর্থক সাড়া পাবে বলে মনে করা হচ্ছে।