বাংলা নিউজ > ঘরে বাইরে > No tension, ১০ মিলিয়ন ছানি অপারেশন করবে কেন্দ্র, জানেন কেন এত বাকি থেকে গিয়েছে?

No tension, ১০ মিলিয়ন ছানি অপারেশন করবে কেন্দ্র, জানেন কেন এত বাকি থেকে গিয়েছে?

৩ বছরে ১০ মিলিয়ন ছানি অপারেশন করবে কেন্দ্র। প্রতীকী ছবি. (ANI Photo/ ANI Pic Service) (ANI)

২০১৭-১৮ সালে ৬৪ লাখ ছানি অপারেশন হয়েছিল। ২০১৮-১৯ সালে হয়েছিল ৬৬ লাখ। ২০১৯-২০ সালে হয়েছিল ৬৪ লাখ। এদিকে কোভিড পরিস্থিতিতে এই ছানি অপারেশন ব্যপক ধাক্কা খায়। ২০২০-২১ সালে ছানি অপারেশন হয় ৩৬ লাখ। ২০২১-২২ সালে এই সংখ্যাটা ছিল ৫৭ লাখ।

রিথমা কৌল

বহু ছানি অপারেশন বকেয়া থেকে গিয়েছে। এবার এনিয়েই ১ জুন থেকে বিশেষ প্রচার করবে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, কমপক্ষে ১০ মিলিয়ন ছানি অপারেশন বাকি থেকে গিয়েছে। মূলত বছর দুয়েক ধরে করোনা পরিস্থিতির জেরে এই অপারেশন করা যায়নি। সেগুলোই করা হবে এবার। জাতীয় স্বাস্থ্য মিশন ও রাজ্যগুলির যৌথ উদ্যোগ এই অপারেশন হবে। প্রায় তিন বছর সময় লাগবে এই অপারেশনগুলি শেষ করতে।

এদিকে অন্ধত্ব ঠেকাতে অপারেশন করতে হবে প্রায় ৪.৯ মিলিয়ন। আংশিক অন্ধত্ব ঠেকাতেও ছানি অপারেশনও করতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন, ব্যাকলগের সংখ্যা কমাতে কেন্দ্রীয় সরকার সবরকম সহায়তা করবে। আগামী বছর গুলিতে এই সংখ্যা বাড়িয়েও দেওয়া হবে। ২০২২-২৩ সালে এই সংখ্যা হবে ৭.৫ মিলিয়ন, ২০২৩-২৪ সালে এই সংখ্যা হবে ৯ মিলিয়ন, ২০২৪-২৫ সালে এই সংখ্যা হবে প্রায় ১০.৫ মিলিয়ন।

এদিকে ২০১৭-১৮ সালে ৬৪ লাখ ছানি অপারেশন হয়েছিল। ২০১৮-১৯ সালে হয়েছিল ৬৬ লাখ। ২০১৯-২০ সালে হয়েছিল ৬৪ লাখ। এদিকে কোভিড পরিস্থিতিতে এই ছানি অপারেশন ব্যপক ধাক্কা খায়। ২০২০-২১ সালে ছানি অপারেশন হয় ৩৬ লাখ। ২০২১-২২ সালে এই সংখ্যাটা ছিল ৫৭ লাখ। মূলত এই কর্মসূচির মাধ্যমে অন্ধত্ব কমানোটা অন্যতম উদ্দেশ্য সরকারের।

বন্ধ করুন