Chandra Grahan Timings in Bangladesh: আজ (মঙ্গলবার, ৮ নভেম্বর) রাসপূর্ণিমা। এবার রাসপূর্ণিমায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে। বাংলাদেশ থেকেও গ্রহণ পরিলক্ষিত করা যাবে। ঢাকা-সহ বাংলাদেশে কখন ও কতক্ষণ চন্দ্রগ্রহণ দেখা যাবে, তা দেখে নিন -
1/5আজ চন্দ্রগ্রহণ হতে চলেছে। যা বাংলাদেশ থেকেও দেখা যাবে। বাংলাদেশের সময় অনুযায়ী, দুপুর ২ টো ৪ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হবে। সন্ধ্যা ৬ টা ৪৯ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে (কলকাতার অ্যাস্ট্রোনমিকাল পজিশনাল সেন্টারের তথ্য অনুযায়ী)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/5ঢাকায় কখন চন্দ্রগ্রহণ দেখা যাবে (Lunar Eclipse Timings in Dhaka)? কলকাতার অ্যাস্ট্রোনমিকাল পজিশনাল সেন্টারের তথ্য অনুযায়ী, আজ বিকেল ৫ টা ১০ মিনিটে ঢাকায় চাঁদ উঠবে। এক ঘণ্টা ৩৯ মিনিট গ্রহণ দেখা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/5চট্টগ্রামে কখন চন্দ্রগ্রহণ দেখা যাবে (Lunar Eclipse Timings in Chittagong)? অ্যাস্ট্রোনমিকাল পজিশনাল সেন্টারের তথ্য অনুযায়ী, আজ বিকেল ৫ টা ৫ মিনিটে চট্টগ্রামে চাঁদ উঠবে। চন্দ্রগ্রহণ দেখা যাবে এক ঘণ্টা ৪৪ মিনিট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
4/5ভারত থেকেও চন্দ্রগ্রহণ দেখা যাবে। অ্যাস্ট্রোনমিকাল পজিশনাল সেন্টারের তথ্য অনুযায়ী, দুপুর ১ টা ৩০ মিনিট ৪ সেকেন্ডে চন্দ্রগ্রহণ শুরু হবে। সন্ধ্যায় ৭ টা ২৭ মিনিট ৯ সেকেন্ডে পুরো চন্দ্রগ্রহণের প্রক্রিয়া শেষ হবে বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/5কলকাতা, কোচবিহার, দার্জিলিং-সহ পশ্চিমবঙ্গের সব জায়গা থেকেই রাসপূর্ণিমায় চন্দ্রগ্রহণ দেখা যাবে। মোটামুটি ১ ঘণ্টা ৩০ মিনিট মতো চন্দ্রগ্রহণ দেখা যাবে। ভারত এবং বাংলাদেশে পুরো গ্রহণ দেখা যাবে না। গ্রহণের শেষ অংশ দেখা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এপি)