১০০ দিনের কাজ থেকে শুরু করে আবাসের টাকা, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রভৃতি প্রকল্পে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ দীর্ঘদিনের। এনিয়ে বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী।মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীরা সরব হয়েছেন। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠকে এনিয়ে সরব হলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি সরাসরি অভিযোগ করে বলেছেন, বাংলার সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র।
আরও পড়ুন: ‘এই প্রস্তাবকে আমরা সর্বান্তকরণে সমর্থন করছি’, তৃণমূল সরকারের পাশে শুভেন্দু
শুক্রবার বাজেটের আগে রাজস্থানের জয়সলমীরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠকে আগামী বছরের বাজেট পেশের আগে আলোচনা করেন তিনি। সেই আলোচনা চলাকালীন কটাক্ষের সুরে বিভিন্ন আর্থিক দাবি দেওয়া পেশ করার পাশাপাশি বাংলাকে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন চন্দ্রিমা। তিনি কটাক্ষ করে বলেন, ‘বাংলা কি কোনও সৎ মায়ের সন্তান যে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে?’ কেন বিভিন্ন ধরনের প্রকল্পের অর্থ দেওয়া হচ্ছে না? তা নিয়ে প্রশ্ন তোলেন চন্দ্রিমা।
রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা জানান, আবাস থেকে শুরু করে ১০০ দিনের কাজ, প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে সবমিলিয়ে কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা। চন্দ্রিমা আরও জানান, আবাস যোজনায় ১১ লক্ষ বাড়ির অনুমোদন দিয়েছিল কেন্দ্র। কিন্তু, তারপরেও সেই টাকা ছাড়া হয়নি। প্রসঙ্গত, বকেয়া টাকা আদায়ে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। দিল্লিতে গিয়েও প্রতিবাদ জানিয়েছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও কেন্দ্রের তরফে জানানো হয় আবাসে অনিয়মের কারণে টাকা দেওয়া হয়নি।
তবে কোনও রকমের অনিয়মের অভিযোগ অস্বীকার করে পালটা কেন্দ্রকেই দায়ী করেছেন চন্দ্রিমা। তিনি জানান, আবাসে যাতে কোনওভাবেই অনিয়ম না হয় তারজন্য ২৭টি জেলায় ৪৯টি কেন্দ্রীয় মনিটরিং টিম এসেছে। তারা কী করেছে? তাই নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এর পাশপাশি বিভিন্ন ঘূর্ণিঝড়ে কেন্দ্রীয় অনুদান পাওয়া যায়নি বলেও জানান চন্দ্রিমা। অঙ্গনওয়াড়ি প্রকল্পে বরাদ্দ না বাড়ানো নিয়েও কেন্দ্রকে নিশান করেন তিনি।