আজ ১ সেপ্টেম্বর থেকে বেশ কিছু নতুন নিয়ম লাগু হতে চলেছে দেশে। নতুন মাস শুরু হওয়ার সাথে সাথে বেশ কিছু নতুন নিয়ম প্রযোজ্য হয়েছে। এলপিজি সিলিন্ডারের দাম থেকে এক্সপ্রেসওয়ের টোল, বদলে গিয়েছে একাধিক বিষয়। আসুন জেনে নেই এই নয়া বদলগুলো সম্পর্কে।
1/6১ সেপ্টেম্বর এলপিজির নয়া দাম নির্ধারণ করা হল। আজ থেকে বদলে গেল রান্নার গ্যাসের দাম। নয়া রেট জারি করেছে জ্বালানি সংস্থা। এর জেরে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ১০০ টাকা সস্তা হয়েছে। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম পড়ছে ১,০৭২ টাকা। এদিকে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (১৯ কেজি এলপিজি) ২,০৯৫.৫ টাকা থেকে কমে ১৯৯৫.৫০ টাকা হয়েছে।
2/6KYC আপডেট করা না থাকলে ১ সেপ্টেম্বর, আজ থেকে সমস্যায় পড়বেন পিএনবি-র গ্রাহকরা। এর আগে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল গ্রাহকদের KYC আপডেট করার শেষ সময় ৩১ অগস্ট।
3/6কৃষকদের জন্য ই-কেওয়াইসির সময়সীমা ছিল ৩১ আগস্ট পর্যন্ত। যদি ৩১ অগস্টের মধ্যে ই-কেওয়াইসি করা না হয়, তাহলে সেই কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বাবদ দ্বাদশ কিস্তির দুই হাজার টাকা পাবেন না। সেই টাকা আটকে যেতে পারে।
4/6আপনি যদি দিল্লি যেতে যমুনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করেন, তাহলে আজ ১ সেপ্টেম্বর থেকে আপনাকে আরও বেশি পরিমাণ টোল ট্যাক্স দিতে হবে। ছোট যানে প্রতি কিলোমিটারে ১০ পয়সা বেশি টোল ট্যাক্স দিতে হবে গাড়ি চালকদের। একই সঙ্গে ট্রাকের মতো বড় বাণিজ্যিক যানবাহনের জন্য প্রতি কিলোমিটারে ৫২ পয়সা টোল দিতে হবে।
5/6IRDAI সাধারণ বিমার নিয়ম পরিবর্তন করেছে। এখন বিমা এজেন্ট ৩০ থেকে ৩৫ শতাংশের পরিবর্তে মাত্র ২০ শতাংশ কমিশন পাবেন। এতে জনগণের প্রিমিয়ামও কমবে এবং তারা স্বস্তি পাবেন।
6/6আপনি যদি গাজিয়াবাদে সম্পত্তি কেনার কথা ভাবছেন তবে আজ থেকে আপনাকে দিতে হবে বেশি টাকা। গাজিয়াবাদে সার্কেল রেট ৪ থেকে ২ শতাংশ বাড়ল আজ থেকে। এর জেরে আজ থেকে এখানে সম্পত্তির দাম বাড়তে চলেছে।