Changes from 1st September: সস্তা হল সাধারণ বিমা, LPG সিলিন্ডার! আজ থেকে সমস্যায় পড়বেন এই কৃষক এবং আমানতকারীরা
Updated: 01 Sep 2022, 09:54 AM ISTআজ ১ সেপ্টেম্বর থেকে বেশ কিছু নতুন নিয়ম লাগু হতে চলেছে দেশে। নতুন মাস শুরু হওয়ার সাথে সাথে বেশ কিছু নতুন নিয়ম প্রযোজ্য হয়েছে। এলপিজি সিলিন্ডারের দাম থেকে এক্সপ্রেসওয়ের টোল, বদলে গিয়েছে একাধিক বিষয়। আসুন জেনে নেই এই নয়া বদলগুলো সম্পর্কে।
পরবর্তী ফটো গ্যালারি