বাংলা নিউজ > ঘরে বাইরে > Char Dham Yatra Death: চারধাম যাত্রায় তীর্থযাত্রীদের মৃত্যু ১০০ ছাড়াল, সর্বোচ্চ কেদারনাথে

Char Dham Yatra Death: চারধাম যাত্রায় তীর্থযাত্রীদের মৃত্যু ১০০ ছাড়াল, সর্বোচ্চ কেদারনাথে

কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রীতে আরও ৫ তীর্থযাত্রীর মৃত্যু! (HT_PRINT)

Chatham Yatra: চারধাম যাত্রায় তীর্থযাত্রীদের প্রাণহানির প্রবণতা অব্যাহত। যাত্রার কয়েক দিনের মধ্যেই প্রাণ হারিয়েছেন শতাধিক যাত্রী।

উত্তরাখণ্ডে চারধাম যাত্রায় তীর্থযাত্রীদের প্রাণহানির সংখ্যা বাড়ছে। এরইমধ্যে আরও ৫ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। স্টেট ডিজাস্টার অপারেশন সেন্টার জানিয়েছে, কেদারনাথে ৩ জন, বদ্রিনাথে ১ জন এবং গঙ্গোত্রীতেও এক জন যাত্রী প্রাণ হারিয়েছেন। চারধাম যাত্রায় প্রাণ হারানো তীর্থযাত্রীর সংখ্যা, সবমিলিয়ে এখন ১০৫ এ পৌঁছে গিয়েছে। তথ্য অনুযায়ী, রবিবার মহারাষ্ট্র থেকে গঙ্গোত্রী ধাম দর্শনে আসা বাসিন্দা এক মহিলা ভক্তের মৃত্যু হয়েছে। মহিলার বয়স হয়েছিল ৭৩ বছর। নগরবাই বজরং হঠাৎই অসুস্থ হয়ে মারা গিয়েছেন।

কেদারনাথে সবচেয়ে বেশি যাত্রী মারা গিয়েছেন

চারধাম যাত্রায় কেদারনাথে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৫২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। একই সময়ে, বদ্রীনাথে ২৩ জন যাত্রী মারা গিয়েছেন। যমুনোত্রী ধামে ২২ জন মারা গিয়েছেন এবং গঙ্গোত্রীতে মোট ৮ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।

তীর্থযাত্রীদের প্রাণ বাঁচানোর প্রচেষ্টায় কোন পদক্ষেপ

স্ট্যান্ডার্ড অপারেটিং সেন্টারগুলো বিভিন্ন রাজ্যে গিয়ে, যাত্রা শুরুর আগে তীর্থযাত্রীদের স্বাস্থ্য চেক করার ক্ষেত্রে আরও বেশি সচেতনতা তৈরি করেছিল। তাদের দাবি, আমাদের ফ্রন্টলাইন টিম যাত্রা চালিয়ে যাওয়ার জন্য অযোগ্য ৩৭ জন যাত্রীকে ফেরত পাঠিয়েছে। প্রায় ৪৫৯ তীর্থযাত্রীকে আরও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। এবং এইভাবে আমরা ৪৯৬ তীর্থযাত্রীর জীবন বাঁচাতে পেরেছি। এছাড়াও যাত্রা করার আগে রেজিস্ট্রেশন পয়েন্টগুলিতে, কমোবিডিটিসে আক্রান্ত তীর্থযাত্রীদের একটি সম্মতি পত্র প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ৫০ বছরের বেশি বয়সীদের অবশ্যই বাধ্যতামূলক স্বাস্থ্য স্ক্রিনিং করাতে হবে।

এ প্রসঙ্গে মধ্যপ্রদেশ থেকে আসা ৪৪ বছর বয়সী তীর্থযাত্রী ধনজয় প্যাটেল, বলেছেন, যদিও আমাদের দলের কেউই কোনও স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হননি, তবে বিভিন্ন পয়েন্টে আমাদের রেজিস্ট্রেশন পরীক্ষা করার সময় আমাদের কোনও ফিটনেস টেস্ট করা হয়নি।

আরও পড়ুন: (Mother killed minor son: ৯ বছরের ছেলের অবাধ্য আচরণে হতাশা, ত্রিপুরায় সন্তানকে খুন করল মা)

১৯ লক্ষেরও বেশি ভক্ত ভগবানের মন্দির দর্শন করেছেন

১০ মে থেকে শুরু হওয়া যাত্রার এক মাস পূর্ণ হয়েছে। এখনও পর্যন্ত ১৯ লক্ষেরও বেশি তীর্থযাত্রী দর্শন করেছেন। গত বছরের তুলনায় এবার এ পর্যন্ত ৭.২১ লক্ষ বেশি তীর্থযাত্রী এসেছেন। স্বাভাবিকভাবেই, চারধামে দর্শনের জন্য ভক্তদের ব্যাপক ভিড় লক্ষণীয়। কেদারনাথ রুটে মোতায়েন একজন ডাক্তার বলেছেন, 'এর কারণে, সামগ্রিক স্বাস্থ্য সুবিধা, কর্মী এবং প্রযুক্তি উন্নত করা হয়েছে।'

আর এই উন্নত স্বাস্থ্য সুবিধার পরিষেবা তীর্থযাত্রীদের কতটা উপকারে আসছে। জানতে চাইলে, উত্তরপ্রদেশ থেকে আসা ২৮ বছর বয়সী তীর্থযাত্রী বাবলু কেশরওয়ানি, বলেছেন যে যাত্রার সময় তিনি স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছিলেন, যার জন্য তিনি কেদারনাথে চিকিৎসা করাতে পেরেছিলেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

গুগল সবথেকে ভালো, মানেন প্রতিযোগীরাও, কোর্টের রায় নিয়ে এই প্রথম মুখ খুললেন পিচাই ‘‌চিকিৎসক সত্তা থেকে তাগিদ অনুভব করেই এখানে এসেছি’‌, অনশন মঞ্চে তৃণমূল বিধায়ক অনন্যার গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি আরিয়ানের! শাহরুখ পুত্রকে নিয়ে অভিযোগ নায়িকার দশমীর পর গুরু-শুক্রর সমসপ্তক যোগ, ৪ রাশির খুলবে ভাগ্যর দ্বার ৬৮,০০০ মার্কিন ডলার মুক্তিপণ চেয়েছিল সাইবার হ্যাকাররা, মেনে নিল স্টার হেলথ ১টা ডটের শাস্তি! রিশাদের বাকি ৫ বলে ৫ ছক্কা সঞ্জুর, ওভারে উঠল ৩০ রান- ভিডিয়ো কোলে ইয়ালিনি,ছেলের হাত ধরে! দু-হাতে সন্তানদের সামলাচ্ছেন রাজের 'দুর্গা' শুভশ্রী ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.