উত্তরাখণ্ডে চারধাম যাত্রায় তীর্থযাত্রীদের প্রাণহানির সংখ্যা বাড়ছে। এরইমধ্যে আরও ৫ তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। স্টেট ডিজাস্টার অপারেশন সেন্টার জানিয়েছে, কেদারনাথে ৩ জন, বদ্রিনাথে ১ জন এবং গঙ্গোত্রীতেও এক জন যাত্রী প্রাণ হারিয়েছেন। চারধাম যাত্রায় প্রাণ হারানো তীর্থযাত্রীর সংখ্যা, সবমিলিয়ে এখন ১০৫ এ পৌঁছে গিয়েছে। তথ্য অনুযায়ী, রবিবার মহারাষ্ট্র থেকে গঙ্গোত্রী ধাম দর্শনে আসা বাসিন্দা এক মহিলা ভক্তের মৃত্যু হয়েছে। মহিলার বয়স হয়েছিল ৭৩ বছর। নগরবাই বজরং হঠাৎই অসুস্থ হয়ে মারা গিয়েছেন।
কেদারনাথে সবচেয়ে বেশি যাত্রী মারা গিয়েছেন
চারধাম যাত্রায় কেদারনাথে এখনও পর্যন্ত সর্বোচ্চ ৫২ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। একই সময়ে, বদ্রীনাথে ২৩ জন যাত্রী মারা গিয়েছেন। যমুনোত্রী ধামে ২২ জন মারা গিয়েছেন এবং গঙ্গোত্রীতে মোট ৮ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে।
তীর্থযাত্রীদের প্রাণ বাঁচানোর প্রচেষ্টায় কোন পদক্ষেপ
স্ট্যান্ডার্ড অপারেটিং সেন্টারগুলো বিভিন্ন রাজ্যে গিয়ে, যাত্রা শুরুর আগে তীর্থযাত্রীদের স্বাস্থ্য চেক করার ক্ষেত্রে আরও বেশি সচেতনতা তৈরি করেছিল। তাদের দাবি, আমাদের ফ্রন্টলাইন টিম যাত্রা চালিয়ে যাওয়ার জন্য অযোগ্য ৩৭ জন যাত্রীকে ফেরত পাঠিয়েছে। প্রায় ৪৫৯ তীর্থযাত্রীকে আরও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। এবং এইভাবে আমরা ৪৯৬ তীর্থযাত্রীর জীবন বাঁচাতে পেরেছি। এছাড়াও যাত্রা করার আগে রেজিস্ট্রেশন পয়েন্টগুলিতে, কমোবিডিটিসে আক্রান্ত তীর্থযাত্রীদের একটি সম্মতি পত্র প্রদান করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ৫০ বছরের বেশি বয়সীদের অবশ্যই বাধ্যতামূলক স্বাস্থ্য স্ক্রিনিং করাতে হবে।
এ প্রসঙ্গে মধ্যপ্রদেশ থেকে আসা ৪৪ বছর বয়সী তীর্থযাত্রী ধনজয় প্যাটেল, বলেছেন, যদিও আমাদের দলের কেউই কোনও স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হননি, তবে বিভিন্ন পয়েন্টে আমাদের রেজিস্ট্রেশন পরীক্ষা করার সময় আমাদের কোনও ফিটনেস টেস্ট করা হয়নি।
আরও পড়ুন: (Mother killed minor son: ৯ বছরের ছেলের অবাধ্য আচরণে হতাশা, ত্রিপুরায় সন্তানকে খুন করল মা)
১৯ লক্ষেরও বেশি ভক্ত ভগবানের মন্দির দর্শন করেছেন
১০ মে থেকে শুরু হওয়া যাত্রার এক মাস পূর্ণ হয়েছে। এখনও পর্যন্ত ১৯ লক্ষেরও বেশি তীর্থযাত্রী দর্শন করেছেন। গত বছরের তুলনায় এবার এ পর্যন্ত ৭.২১ লক্ষ বেশি তীর্থযাত্রী এসেছেন। স্বাভাবিকভাবেই, চারধামে দর্শনের জন্য ভক্তদের ব্যাপক ভিড় লক্ষণীয়। কেদারনাথ রুটে মোতায়েন একজন ডাক্তার বলেছেন, 'এর কারণে, সামগ্রিক স্বাস্থ্য সুবিধা, কর্মী এবং প্রযুক্তি উন্নত করা হয়েছে।'
আর এই উন্নত স্বাস্থ্য সুবিধার পরিষেবা তীর্থযাত্রীদের কতটা উপকারে আসছে। জানতে চাইলে, উত্তরপ্রদেশ থেকে আসা ২৮ বছর বয়সী তীর্থযাত্রী বাবলু কেশরওয়ানি, বলেছেন যে যাত্রার সময় তিনি স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছিলেন, যার জন্য তিনি কেদারনাথে চিকিৎসা করাতে পেরেছিলেন।