মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের মামলায় অস্বস্তিতে পড়লেন বিজেপির বিদায়ী সাংসদ তথা ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রধান ব্রিজ ভুষণ সরণ সিং। তাঁর বিরুদ্ধে চার্জ গঠন করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ব্রিজ ভূষণ। তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেন।
আরও পড়ুন: ব্রিজভূষণের ছেলেকে প্রার্থী করল BJP, সমালোচনায় সরব প্রতিবাদী সাক্ষী মালিক
মঙ্গলবার রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রিয়াঙ্কা রাজপুত। চার্জ গঠনের সময় সেখানে উপস্থিত ছিলেন ব্রিজ ভূষণ। তখন বিচারক তাঁকে জিজ্ঞেস করেন, তিনি অপরাধ স্বীকার করছেন কিনা? তবে ব্রিজ ভূষণ স্পষ্টভাবে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তরে জানিয়ে দেন, ‘কোনও প্রশ্নই নেই। আমি কোনও অপরাধ করিনি।’
ব্রিজ ভূষণ ছাড়াও প্রাক্তন সহ সচিব বিনোদ তোমরের বিরুদ্ধেও সেই সময় অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধেও এ দিন আদালতে চার্জ গঠন করা হয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন তোমর।
প্রসঙ্গত, ব্রিজ ভূষণের বিরুদ্ধে মোট ছটি মামলা হয়। এর মধ্যে পাঁচটি মামলায় গত ১০ মে তাঁর বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ দিয়েছিল আদালত। সেক্ষেত্রে ব্রিজ ভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪, ৩৫৪ ডি ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে চার্জ গঠনের জন্য উপযুক্ত উপাদান রয়েছে বলে মন্তব্য করে আদালত। পাশাপাশি দুই মহিলা কুস্তিগীরকে হুমকি দেওয়ার জন্য ভারতীয় দণ্ডবিধির ৫০৬ ধারায় ভয় দেখানোর জন্য চার্জ গঠনের যথেষ্ট উপাদান রয়েছে বলেও মন্তব্য করেছিল আদালত।সব মিলিয়ে ব্রিজ ভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৩৫৪ডি ধারায়, এছাড়া ৫০৬ ধারায় বিনোদের বিরুদ্ধে চার্জ গঠন হয়েছে।
উল্লেখ্য, গতবছর ১৫ জুন ব্রিজ ভূষণের বিরুদ্ধে মোট চারটি ধারায় চার্জশিট পেশ করেছিল পুলিশ। সেগুলি হল ৩৫৪, ৩৫৪ এ, ৩৫৪ ডি এবং ৫০৬ ধারা। ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন সাক্ষী মালিক, বিনেশ ফোগাট, বজরং পুনিয়ার মতো দেশের প্রথম সারির মহিলা কুস্তিগীররা। অভিযোগ উঠেছিল মোট ৬ জন কুস্তিগীরকে যৌন নির্যাতন করেছিলেন তিনি। তবে পুলিশ ব্যবস্থা না নেওয়ায় দীর্ঘদিন ধরে দিল্লির যন্তর মন্তরে ধরনায় বসে ছিলেন তাঁরা। অবশেষে চার্জ গঠন হওয়ায় খুশি নির্যাতিতারা।