বাংলা নিউজ > ঘরে বাইরে > Charles Shobraj: 'বিকিনি কিলার' চার্লস শোবরাজকে মুক্তি দিল নেপাল! ১৯ বছর পর জেল থেকে রেহাই এই সিরিয়াল কিলার-এর

Charles Shobraj: 'বিকিনি কিলার' চার্লস শোবরাজকে মুক্তি দিল নেপাল! ১৯ বছর পর জেল থেকে রেহাই এই সিরিয়াল কিলার-এর

সিরিয়াল কিলার চার্লস শোবরাজ পেল মুক্তি REUTERS/Navesh Chitrakar/File Photo (REUTERS)

উল্লেখ্য, চার্লসের বাবা মা ভারত ও ভিয়েৎনামের নাগরিক। তবে চার্লসের ফরাসি নাগরিকত্ব রয়েছে। ভুয়ো পাসপোর্টকে হাতিয়ার করে চার্লস নেপালে প্রবেশ করেছিল। ১৯৭৫ সালে দুই মার্কিনি মহিলা পর্যটককে শোবরাজ হত্যা করে।

বিশ্বজোড়া সিরিয়াল কিলিংয়ের ঘটনায় অন্যতম ত্রাস ‘বিকিনি কিলার’ চার্লস শোবরাজ। ফরাসী এই সিরিয়াল কিলার ২০০৩ সাল থেকে নেপালের জেরে বন্দি ছিল। এরপর সদ্য নেপালের সুপ্রিম কোর্ট চার্লস শোবরাজকে সাজা মুক্তির নির্দেশ দিয়েছে। ১৯ বছর জেলবন্দি থাকার পর শুধুমাত্র বয়সের কারণে শোবরাজ জেল থেকে মুক্ত হচ্ছে।

শোবরাজের বিরুদ্ধে দুইজন মার্কিনি মহিলাকে হত্যা করার অভিযোগ রয়েছে। নেপালের সুপ্রিম কোর্ট তার নির্দেশে জানিয়েছে, শোবরাজের মুক্তির ১৫ দিনের মাথায় তাকে তার দেশে প্রত্যাবর্তন করিয়ে দিতে হবে। জানা গিয়েছে, নেপালর জেল থেকে শোবরাজকে অভিবাসন দফতরে নিয়ে যাওয়া হবে। যে অভিবাসন দফতর একটি সেল-এর মতো। সেখান থেকে ফ্রান্সের ফেরার পালা শুরু হবে চার্লস শোবরাজের। উল্লেখ্য, চার্লসের বাবা মা ভারত ও ভিয়েৎনামের নাগরিক। তবে চার্লসের ফরাসি নাগরিকত্ব রয়েছে। ভুয়ো পাসপোর্টকে হাতিয়ার করে চার্লস নেপালে প্রবেশ করেছিল। ১৯৭৫ সালে দুই মার্কিনি মহিলা পর্যটককে শোবরাজ হত্যা করে।  শোবরাজের আইনজীবূী লোকভক্ত রানা বলেন, যত তাড়াতাড়ি শোবরাজের প্রত্যাবর্তনের নথি তৈরি হবে,ততটাই তাড়াতাড়ি শোবরাজ দেশ ছেড়ে যেতে পারবে। 

ইচ্ছাকৃতভাবে শরীরে করোনা সংক্রমণ ঘটিয়েছেন চিনের এই সঙ্গীতশিল্পী! জানেন কেন?

 

নিজের কানাডিয়ান গার্লফ্রেন্ড লরেন্ট ও মার্কিনি মহিলা কোনিকে খুন করার দায়ে দোষী সাব্যস্ত হয় শোবরাজ। এছাড়াও কাঠমাণ্ডু ও ভক্তপুরে দুই আলাদা আলাদা দম্পতিকে হত্যার দায় রয়েছে শোবরাজের বিরুদ্ধে। ২০০৩ সালে শোবরাজকে নেপালের এক ক্যাসিনোর সামনে দেখা যায়। সেই ছবি একটি সংবাদপত্রে বের হয়। এরপর তাকে গ্রেফতার করতে সমর্থ হয় নেপাল পুলিশ। পরবর্তীতে কাঠমান্ডুর জেলে বন্দি ছিল শোবরাজ।

 

 

বন্ধ করুন