সহকর্মীকে গুলি করে আত্মঘাতী হলেন ছত্তিশগড় সশস্ত্র বাহিনীর (সিএএফ) এক জওয়ান। পুলিশ জানিয়েছে, দুজনেরই মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুই জওয়ান। ঘটনাটি রাঁচি খেলগাঁওয়ের।
মৃত দুই জওয়ানের নাম বিক্রম রাজওয়াদে ও মেলারাম তুরে। সিএএফের চার নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল পদে কর্মরত ছিলেন বিক্রম। অন্যদিকে, ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন বিক্রমের সিনিয়র ও কোম্পানি কমান্ড্যার মেলারাম। বিধানসভা নির্বাচনের কারণে ঝাড়খণ্ডে মোতায়েন ছিলেন তাঁরা। গত সোমবার সন্ধ্যায় চাইবাসা থেকে রাঁচিতে এসেছিলেন। আগামীকাল তাঁদের হাজারিবাগে যাওয়ার কথা ছিল।
সিএএফের ১২ নম্বর ব্যাটেলিয়নের ডি আর আচলা জানান, আজ সকাল সাড়ে ছ'টা নাগাদ নিজের ইনসাস রাইফেল দিয়ে মেলারামকে গুলি করেন বিক্রম। তারপর নিজে আত্মহত্যা করেন।
জওয়ানদের একটি অংশের দাবি, কোনও বিষয়ে মেলারাম ও বিক্রমের মধ্যে দ্বন্দ্ব চলছিল, তা সম্ভবত ছুটি সংক্রান্ত বিষয় নিয়ে। যদিও আচলার দাবি, ছুটি নিয়ে জওয়ানদের মধ্যে কোনও সমস্যা ছিল না। আচলা বলেন, "বিক্রমের মদ খাওয়ার স্বভাবের জন্য দিনকয়েক আগে তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন মেলারাম। চারদিন আগে জওয়ানদের কাছে গিয়েছিলাম আমি। ঝাড়খণ্ড নির্বাচনের কথা মাথায় রেখে জওয়ানদের নিজেদের আচরণ শোধরানোর কথা বলি।" তাঁর দাবি, বিক্রম মানসিক চাপে ছিলেন বলে শুনেছেন তিনি।