মিজোরাম সরকার বৃহস্পতিবার পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে ৭ টাকা করে কমিয়ে দেয়। কেন্দ্রের শুল্ক ছাড়ের পর মিজো মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার এই ঘোষণার ফলে দেশে সবথেকে সস্তায় ডিজেল মিলছে এই রাজ্যে। সেই রাজ্যে লিটারপিছু ডিজেলের দাম ৭৯.৫৫ টাকা। কলকাতা থেকে প্রায় ১০ টাকা সস্তা এই রাজ্যের ডিজেল। বর্তমানে ভারতে সবথেকে বেশি দামে ডিজেল বিকোচ্ছে রাজস্থানে। জয়পুরে আজ লিটার প্রতি ডিজেলের দাম ৯৫.৭১ টাকা।
এদিকে আজ দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ১০৩ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৮৬ টাকা ৬৭ পয়সা। মুম্বইতে পেট্রলের দাম লিটার প্রতি ১০৯ টাকা ৯৮ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৯৪ টাকা ১৪ পয়সা। জয়পুরে পেট্রলের দাম লিটার প্রতি ১১১ টাকা ১০ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৯৫ টাকা ৭১ পয়সা। আর কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৪ টাকা ৬৭ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৮৯ টাকা ৭৮ পয়সা।
তাছাড়া চেন্নাইতে পেট্রলের দাম লিটার প্রতি ১০১ টাকা ৪০ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৯১ টাকা ৪৩ পয়সা। চণ্ডীগড়ে পেট্রলের দাম লিটার প্রতি ১০৩ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৮৬ টাকা ৬৭ পয়সা। ভূবনেশ্বরে পেট্রলের দাম লিটার প্রতি ১০৪ টাকা ৯১ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৯৪ টাকা ৫১ পয়সা। হায়দরাবাদে পেট্রলের দাম লিটার প্রতি ১০৮ টাকা ২০ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৯১ টাকা ৪৩ পয়সা। ত্রিবন্দ্রমে পেট্রলের দাম লিটার প্রতি ১০৬ টাকা ৩৬ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৯৩ টাকা ৪৭ পয়সা।