বাংলা নিউজ > ঘরে বাইরে > স্লিপার কামরায় গিজগিজ করছে ভিড়, বাথরুমেও লোকজন, ভারতীয় রেলের একী হাল!

স্লিপার কামরায় গিজগিজ করছে ভিড়, বাথরুমেও লোকজন, ভারতীয় রেলের একী হাল!

হাওড়া মেলে চেপে চেন্নাই থেকে বিশাখাপত্তনম যাওয়ার দুর্বিষহ অভিজ্ঞতা সামনে এল এবার (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

স্লিপারের টিকিট নেই এমন লোকজন কামরায় উঠে পড়েছিলেন। হোলি উপলক্ষ্য়ে সকলেই বাড়ি ফিরতে চাইছিলেন। সেকারণেই স্লিপারের কামরাতেও এই পরিস্থিতি।

হাওড়া মেলে চেপে চেন্নাই থেকে বিশাখাপত্তনম যাওয়ার দুর্বিষহ অভিজ্ঞতা সামনে এল এবার। একটি ইংরেজি সংবাদমাধ্যমে ফটোগ্রাফার ও তাঁর স্ত্রী এই ট্রেনে ছিলেন। তিনি সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। স্লিপার কোচে একেবারে লোকে লোকারণ্য। শুধু সিটে নয়, মাঝের করিডরে লোক গিজগিজ করছে। এমনকী সিটে যাওয়ার জন্য় তাদের রীতিমতো লোকজনের উপর দিয়ে লাগেজ নিয়ে যেতে হয়েছে। 

পরের দিন সকালে টিটি আসেন। আসলে স্লিপারের টিকিট নেই এমন লোকজন কামরায় উঠে পড়েছিলেন। হোলি উপলক্ষ্য়ে সকলেই বাড়ি ফিরতে চাইছিলেন। সেকারণেই স্লিপারের কামরাতেও এই পরিস্থিতি। তিনি জানিয়েছেন, ট্রেন ছাড়ার এক ঘণ্টা আগে চেন্নাই সেন্ট্রালে এসেছিলাম। এরপর হাওড়া মেলে চেপে বিশাখাপত্তনম যাওয়ার কথা ছিল। 

তিনি জানিয়েছেন, এস৩ কোচ ছিল। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। মানুষ ফুটবোর্ডে ঝুলছে। কোনও রেলওয়ে স্টাফ কাউকে চোখে পড়েনি। যে যেমন পেরেছে স্লিপারের কামরা দখল করে নিয়েছিলেন। আমি বুঝতে পারছিলাম না যাব নাকি ফিরে যাব। একেবারে গিজগিজ করছিল সংরক্ষিত কামরা।

এদিকে কামরার ভেতরে যাওয়ার জন্য কয়েকজনকে ফুটবোর্ড থেকে নামাতে হয়। ১৭.১৮.১৯ নম্বর বার্থ ছিল আমাদের। সেখানে যাওয়ার জন্য অন্য়ের শরীরের উপর দিয়ে লাগেজ নিয়ে যেতে হয়। অন্তত পাঁচজন আমার লোয়ার বার্থে বসেছিলেন। কোনওরকমে তাদের সরাতে হয়। মেয়ে আর স্ত্রীকে নিয়ে সেই ভয়াবহ জার্নি কোনওদিন ভুলবনা।

আটজনের কুপে অন্তত ৩০জন উঠে পড়েছিল। প্রায় সকলকে জিজ্ঞাসা করি। কিন্তু তারা জানান তাদের কাছে স্লিপার ক্লাসের কোনও টিকিট নেই। ট্রেনের টয়লেটে যাওয়ার জন্য় অন্তত ১০ মিনিট সময়ে লেগেছে। এদিকে সেখানে গিয়ে আবার অন্য় অভিজ্ঞতা। সেই টয়লেটের মধ্য়েও তিনজন ঢুকে রয়েছেন। তবে অন্য় একটি টয়লেট খালি ছিল। বাড়ি থেকে ডিনার প্যাক করে নিয়ে এসেছিলাম। কিন্তু খেতে পারিনি। চারদিক থেকে লোকজন কেমন যেন তাকিয়ে ছিলেন। 

সারারাত ঘুমোতে পারিনি। পরের দিন সকালে টিটিই এলেন। টিটি এসে ৫০০ টাকা করে জরিমানাও করেছিলেন। কিন্তু কাউকে ট্রেন থেকে নামানো যায়নি। এদিকে বিশাখাপত্তনমে ট্রেনটি ১৫ মিনিট থেমেছিল। সেকারণে তারা কোনওরকমে ট্রেন থেকে নামতে পেরেছিলেন। কার্যত হাড়হিম ঘটনা রেলের সংরক্ষিত কামরায়। প্রশ্ন উঠছে কেন উৎসবের আগে স্পেশাল ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা হয় না। কেন এভাবে সংরক্ষিত কামরায় উঠে পড়েন এত যাত্রী? 

ঘরে বাইরে খবর

Latest News

সন্তান কোলে অরিজিৎকে বিয়ে কোয়েলের; রূপরেখা নন, কে ছিলেন গায়কের প্রথম স্ত্রী? কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' ’‌অযোগ্যদের তালিকা আদালতকে দেওয়া হয়েছিল’‌, অভিযোগ খণ্ডন করলেন সিদ্ধার্থ DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা 'সীমান্ত আলাদা, হৃদয় নয়' - ১৯ বছরের পাকিস্তানের তরুণীর বুকে ভারতীয় হৃৎপিণ্ড! দেবগুরুর বৃষে গমনে ৪ রাশির হবে ভাগ্যর উন্নতি, আর্থিক লাভ, বাড়বে সম্মানও পূর্ণিয়া লোকসভা কেন্দ্র ২০২৪: পাপ্পুর বাউন্সার ইন্ডিয়াকে, জানুন কে জিতেছে অতীতে পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের সাঁতার শিখছে রাজ-শুভশ্রীর ছেলে! জলে নেমে ইউভান ভয় পেতেই তার বড় দিদির পরামর্শ… ওয়েনাড়ে যাবতীয় নজর রাহুলে, অতীতের ট্র্যাক রেকর্ডই ভরসা সিপিআই-এর

Latest IPL News

কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.