বাংলা নিউজ > ঘরে বাইরে > গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগ, দুজনকে গ্রেফতার করল পুলিশ

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগ, দুজনকে গ্রেফতার করল পুলিশ

গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে গ্রেফতার ২। প্রতীকী ছবি

সুমিত নায়েক নামে এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। কিন্তু যে তাদের মারধর করল বলে অভিযোগ তার বিরুদ্ধে কেন পুলিশ কোনও পদক্ষেপ নিল না? পুলিশ সুপার জানিয়েছেন, ওই ব্যক্তিদের মারধর করা নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি।

ছত্তিশগড়ের বিলাসপুরে গোমাংস বিক্রি ও নিয়ে যাওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার এমনটাই জানিয়েছে পুলিশ।বুধবার এনিয়ে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্য়াল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে আংশিকভাবে নগ্ন করে এক ব্যক্তিকে বেল্ট দিয়ে বেধড়ক পেটানো হচ্ছে। কয়েকজন তার ভিডিয়ো তুলছে।

এদিকে যে ব্যক্তি বেল্ট দিয়ে ওই দুজনকে মারছিল তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা পুলিশ নেয়নি বলে অভিযোগ। বিলাসপুর পুলিশের দাবি নরসিংহ রুইদাস ও রামনিবাস মেহার নামে দুজন বাইকে করে প্রায় ৩৩.৫০০ কেজি বিফ নিয়ে যাচ্ছিল। তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ছত্তিশগড় এগ্রিকালচার ক্যাটেল প্রিজার্ভেশন অ্যাক্ট ২০০৪ অনুসারে তাদের গ্রেফতার করা হয়েছে।বিলাসপুরের পুলিশ সুপার পারুল মাথুর জানিয়েছেন, অভিযুক্তরা ওই গোমাংস বিক্রির  চেষ্টা করছিল। তাদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জেলে পাঠানো হয়েছে।

সুমিত নায়েক নামে এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। কিন্তু যে তাদের মারধর করল বলে অভিযোগ তার বিরুদ্ধে কেন পুলিশ কোনও পদক্ষেপ নিল না? পুলিশ সুপার জানিয়েছেন, ওই ব্যক্তিদের মারধর করা নিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি। যদি পরিবারের তরফে এনিয়ে অভিযোগ জমা পড়ে তবে তাকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। 

বন্ধ করুন