বাংলা নিউজ > ঘরে বাইরে > Chicago July Fourth Parade shooting: আমেরিকার স্বাধীনতা দিবসের প্যারেডে চলল গুলি, শিকাগোয় মৃত কমপক্ষে ৫, আহত ১৯

Chicago July Fourth Parade shooting: আমেরিকার স্বাধীনতা দিবসের প্যারেডে চলল গুলি, শিকাগোয় মৃত কমপক্ষে ৫, আহত ১৯

আমেরিকার স্বাধীনতা দিবসের প্যারেডে চলল গুলি, শিকাগোয় মৃত কমপক্ষে ৫, আহত ১৯। (ছবি সৌজন্যে রয়টার্স)

শিকাগোয় গুলি চালানোর ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ১৯ জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একটি সংবাদমাধ্যমে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, সম্ভবত কোনও দোকানের ছাদে ছিল বন্দুকবাজ। সেখানে প্যারেডে গুলি চালিয়েছে।

শিকাগোর শহরতলিতে স্বাধীনতা দিবসের প্যারেডে চলল গুলি। সেই ঘটনায় কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ১৯ জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষ্যে সোমবার সকাল ১০ টায় (স্থানীয় সময় অনুযায়ী) শিকাগোর অর্থবান এলাকা হিসেবে পরিচিত হাইল্যান্ড পার্ক থেকে একটি প্যারেড শুরু হয়। শয়ে শয়ে মানুষ তাতে অংশগ্রহণ করেছিলেন। মিনিট দশেকের মধ্যে শোনা যায় গুলির শব্দ। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় অংশগ্রহণকারীদের মরিয়া হয়ে দৌড়াতে দেখা গিয়েছে। পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ। পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

আরও পড়ুন: US Shooting: ফের আমেরিকায় বন্দুকবাজের দৌরাত্ম্য! হাসপাতালে চলল গুলি, মৃত ৪

সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সংবাদমাধ্যমে এক প্রত্যক্ষদর্শী অ্যামরানি গার্সিয়া দাবি করেছেন যে প্রাথমিকভাবে গুলি চালানোর শব্দ শুনতে চান। কিছুক্ষণ পর তা থেমে যায়। আবার গুলির আওয়াজ কানে আসে বলে দাবি করেছেন গার্সিয়া। যিনি ছোটো মেয়ের সঙ্গে প্যারেডে যোগ দিয়েছিলেন। তিনি বলেন, 'মানুষ চিৎকার করছিলেন এবং দৌড়াচ্ছিলেন। এটা অত্যন্ত ভয়ঙ্কর ছিল। আমি প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলাম।' 

আরও পড়ুন: Copenhagen Shooting: ডেনমার্কের শপিং মলে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে মৃত ৩, জখম বহু

অপর একটি সংবাদমাধ্যমে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, সম্ভবত কোনও দোকানের ছাদে ছিল বন্দুকবাজ। সেখানে প্যারেডে গুলি চালিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, সারি মেনে ব্যান্ড যাচ্ছিল। আচমকাই সেই সারি ভেঙে আতঙ্কে দৌড়াদৌড়ি করতে থাকেন অংশগ্রহণকারীরা।

বন্ধ করুন