উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি চম্পাওয়াতের উপ-নির্বাচনে ৫৫ হাজার ভোটের বিশাল ব্যবধানে জিতে নিজের গদি টিকিয়ে রাখলেন। ধামি এই নির্বাচনে ৫৮,২৫৮ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের নির্মলা গাহতোরি মোট ৩২৩৩ ভোট পেয়েছেন। এই কেন্দ্রে মোট ৬২,৮৯৮ ভোট পড়ে। বিজেপি কর্মী ও নেতারা নির্বাচনে ধামির জয় নিশ্চিত হতেই উদযাপন শুরু করে। গেরুয়া শিবিরের কতায়, এটি একটি ঐতিহাসিক বিজয়। এই জয় ধামির বিধানসভায় ফেরার পথ প্রশস্ত করবে।
আজ সকাল ৮টা থেকে চম্পাওয়াতের গোরালচৌড় মাঠে ভোট গণনা শুরু হয়। এই উপনির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপনির্বাচনের ঘোষণার পর থেকেই বিজেপি আক্রমণাত্মক প্রচারে নেমেছিল রাজ্যের মুখ্যমন্ত্রীকে জেতাতে। এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে প্রতিন্দ্বন্দ্বিতা করেও বিধানসভা নির্বাচনের সময় খাতিমা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী ভুবন কাপ্রির কাছে হেরে গিয়েছিলেন ধামি। কতকটা মমতার মতোই হেরে গিয়েও নিজের দলকে অবশ্য রাজ্যে জিতিয়ে দেন। যার ফলে কেন্দ্রীয় নেতৃত্ব ধামির উপরই আস্থা রাখেন এবং হেরে যাওয়ার পরও তাঁকেই দ্বিতীয় দফায় মুখ্যমন্ত্রী করা হয়।
এদিকে প্রধানমন্ত্রী মোদী ধামিকে এই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। লেখেন, ‘চম্পাওয়াতের রেকর্ড জয়ের জন্য উত্তরাখণ্ডের কর্মঠ মুখ্যমন্ত্রী পুষ্কর ধামিকে অভিনন্দন। আমি বিশ্বাস করি তিনি উত্তরাখণ্ডের উন্নতির জন্য আরও কঠোর পরিশ্রম করবেন। বিজেপিতে বিশ্বাস রাখার জন্য আমি চম্পাওয়াতের জনগণকে ধন্যবাদ জানাই এবং আমাদের কর্মকর্তাদের কঠোর পরিশ্রমের জন্য প্রশংসা করি।’