বাংলা নিউজ > ঘরে বাইরে > কোটায় শিশুমৃত্যু বেড়ে ১০৪, বিরোধী তোপের মাঝে গেহলটকে তলব সনিয়ার

কোটায় শিশুমৃত্যু বেড়ে ১০৪, বিরোধী তোপের মাঝে গেহলটকে তলব সনিয়ার

কোটার হাসপাতালে লাফিয়ে বেড়েছে শিশুমৃত্যুর হার।ছবি সৌজন্যে এএনআই।

শিশুমৃত্যুর জন্য রাজস্থানের কংগ্রেস সরকারকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি এবং বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী। যোধপুরের এইমস ও কোটার সরকারি হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে তৈরি বিশেষ প্রতিনিধি দল কোটায় পাঠানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

কোটায় শিশুমৃত্যুর সংখ্যা বেড়ে ১০৪ হলেও রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দাবি, গত ৫-৬ বছরের হিসেবে তা সবচেয়ে কম। এই মন্তব্যকে অসংবেদনশীল বলে কড়া সমালোচনা বিজেপি এবং সপার। চাপের মুখে ড্যামেজ কন্ট্রোলে নামলেন সনিয়া গান্ধী।

শিশুমৃত্যুর হার ক্রমেই বেড়ে চলেছে কোটার হাসপাতালে। নতুন বছরের দুই দিনে আরও দুটি শিশুর মৃত্যু হয়েছে জে কে লোন হাসপাতালে। অভিযোগ, হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশই শিশুমৃত্যুর হার বাড়িয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্য বর্ধনের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা হয় গেহলটের।

তিনি জানিয়েছেন, ‘কিছু লোক জেনে বা না জেনে কোটার পরিস্থিতি নিয়ে দুষ্কর্মে লিপ্ত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে জানিয়েছি, গত ৫ থেকে ৬ বছরের হিসেবে বর্তমানে শিশুমৃত্যুর সংখ্যা সবচেয়ে কম। এমনই ছিল আগের সুন্দর পরিস্থিতি।’

একই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘কিন্তু একটি শিশুই বা কেন মারা যাবে? কেন একজন মা-ও মারা যাবেন?’

বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে গেহলটের দাবি, কোটায় শিশুমৃত্যুর বিষয়ে তাঁর সরকার যথেষ্ট সংবেদনশীল। বিষয়টি নিয়ে রাজনীতি না করতে বিরোধী দলগুলির কাছে তিনি আবেদন জানিয়েছেন।

টুইটারে তিনি জানিয়েছেন, ‘কোটার হাসপাতালে শিশুমৃত্যুর হার ধীরে ধীরে কমছে। আমরা তা আরও কমানোর চেষ্টা করছি। মা ও শিশুদের স্বাস্থ্য অটুট রাখাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য।’

গেহলট যা-ই দাবি করুন, শিশুমৃত্যুর জন্য রাজস্থানের কংগ্রেস সরকারকেই কাঠগড়ায় তুলেছে বিজেপি এবং বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী। পাশাপাশি, এই বিষয় নিয়ে কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরার দিকেও আঙুল তুলেছেন বহেনজি। তাঁর দাবি, মৃত শিশুদের মায়েদের সঙ্গে যদি প্রিয়াঙ্কা দেখা না করেন, তা হলে বুঝতে হবে যে, নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদে নিহতদের পরিবারের সঙ্গে তাঁর সাক্ষাত আসলে নাটক ছাড়া কিছু নয়।

এ দিকে, শিশুমৃত্যুর কারণ অনুসন্ধান করতে যোধপুরের এইমস ও কোটার সরকারি হাসপাতালের বিশেষজ্ঞদের নিয়ে তৈরি বিশেষ প্রতিনিধি দল পাঠানোর উদ্যোগ নিয়েছে কেন্দ্র। জে কে লোন হাসপাতালের পরিকাঠামোগত ত্রুটি সংস্কার করার জন্য প্রয়োজনীয় খরচের হিসেব করতে পাঠানো হয়েছে স্বাস্থ্য-অর্থনীতিবিদদের।

অন্য দিকে, শিশুমৃত্যু নিয়ে জনরোষের মাঝেই রাজস্থানে কংগ্রেস সভাপতি অবিনাশ পান্ডেকে ডেকে পাঠান দলের কার্যনির্বাহী সভাপতি সনিয়া গান্ধী। পাশাপাশি, বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ব্যাখ্যাও দাবি করেছে হাই কম্যান্ড।

চাপের মুখে পড়ে গেহলটও টুইট করেছেন, ‘কেন্দ্রীয় বিশেষজ্ঞ প্রতিনিধিদলকে স্বাগত জানাচ্ছি। আমরা চাই রাজস্থানকে ‘নিরোগ’ রাজ্য হিসেবে গড়ে তুলতে।’

ঘরে বাইরে খবর

Latest News

কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের এপ্রিল মাসে কবে কোন গ্রহ ট্রানজিট করবে, তার কী প্রভাব পড়বে, জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.