বাংলা নিউজ > ঘরে বাইরে > Kashmir Blast kills child: কাশ্মীরের সেই রাজৌরিতেই রক্ত ঝরল ফের, এবার বিস্ফোরণে মৃত্যু শিশুর, জখম ৫

Kashmir Blast kills child: কাশ্মীরের সেই রাজৌরিতেই রক্ত ঝরল ফের, এবার বিস্ফোরণে মৃত্যু শিশুর, জখম ৫

কাশ্মীরে রাজৌরি জেলার ঢাংরি গ্রামে বিস্ফোরণ (PTI)

গতকালই কাশ্মীরের রাজৌরি জেলার ঢাংরি গ্রামে হামলা চালিয়েছিল জঙ্গিরা। আজ ফের সেই ঢাংরি গ্রামই কেঁপে উঠল বিস্ফোরণে।

নতুন বছরের প্রথম দিনের পর দ্বিতীয় দিনও রক্ত ঝরল কাশ্মীরে। সোমবার রাজৌরিতে এক বিস্ফোরণে মৃত্যু হল শিশুর। ঘটনায় জখম হয়েছে আরও পাঁচজন। ঘটনাটি ঘটেছে রাজৌরির আপার ঢাংরি গ্রামে। এর আগে গতকাল রাজৌরিতেই এক জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন চারজন। জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, গতকালের হামলার পর থেকেই রাজৌরি এলাকাজুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছিল। জঙ্গিদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করা হয়। তবে এই কড়া নজরদারির মধ্যেই আজ সকালে বিকট আওয়াজে কেঁপে ওঠে ঢাংরি গ্রাম। বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালাতে শুরু করে নিরাপত্তারক্ষীরা। পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়েছে।,আরও একজন শিশুর অবস্থা সঙ্কটজনক। আজকের ঘটনায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ৫ জন।

জানা গিয়েছে, গতকাল যে বাড়িগুলি লক্ষ্য কর জঙ্গি হানা হয়েছিল, তার খুব কাছেই বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান সিআরপিএফ জওয়ানরা। এদিকে ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, গতকাল যে তিনটি বাড়িতে জঙ্গিরা গুলি চালিয়েছিল, সেখানেই আইইডি রেখে গিয়েছিল। এর জেরেই বিস্ফোরণ ঘটেছে। আরও একটি আইইডি বিস্ফোরক ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বিস্ফোরণের পরই সংবাদমাধ্যমের কর্মীদের সতর্ক থাকতে বলা হয়। গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে।

এদিকে লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা আজ এই ঘটনায় নিহত নাগরিকদের স্বজনদের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং একটি সরকারি চাকরির ঘোষণা করেছেন। গুরুতর আহতদের ১ লাখ টাকা দেওয়া হবে বলে জানান তিনি। এক টুইট বার্তায় তিনি লেখেন, 'রাজৌরিতে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই আমি। আমি জনগণকে আশ্বস্ত করছি যে এই ঘৃণ্য হামলার পিছনে যারা আছে, তারা নিশ্চিত ভাবে শাস্তি পাবে। শোকসন্তপ্ত পরিবারের জন্য আমি প্রার্থনা করছি এবং তাঁদের প্রতি আমার সমবেদনা রয়েছে।'

এদিকে স্থানীয়দের অভিযোগ, জনসাধারণের জীবন রক্ষায় ব্যর্থ সরকার। এর জন্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে রাজৌরিতে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করতে গেলে জম্মু ও কাশ্মীরের বিজেপি প্রধান রবিন্দর রায়নাকেও হয়রানির শিকার হতে হয়।

বন্ধ করুন