বাংলা নিউজ > ঘরে বাইরে > Child Mauled to death by Bull: মোদীর ১০০তম 'মন কি বাত' শুনতে যাওয়ার সময় ষাঁড়ের হামলায় মৃত ১০ বছরের আয়না বানো

Child Mauled to death by Bull: মোদীর ১০০তম 'মন কি বাত' শুনতে যাওয়ার সময় ষাঁড়ের হামলায় মৃত ১০ বছরের আয়না বানো

ষাঁড়ের হামলায় মৃত ১০ বছরের আয়না বানো

পুলিশ জানিয়েছে, রবিবারে দুর্ঘটনাটি ঘটে। মৃত কিশোরীর নাম আয়না বানো। সে ক্লাস ফাইভের ছাত্রী ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত' অনুষ্ঠান শুনতে স্কুলে যাচ্ছিল সে। তারই মধ্যে পথে একটি ষাঁড় আয়নাকে আক্রমণ করে।

উত্তরাখণ্ডের পাউরি জেলায় একটি ষাঁড় পিষে দিল ১০ বছর বয়সি এক কিশোরীকে। ঘটনায় কিশোরীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবারে দুর্ঘটনাটি ঘটে। মৃত কিশোরীর নাম আয়না বানো। সে ক্লাস ফাইভের ছাত্রী ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত' অনুষ্ঠান শুনতে স্কুলে যাচ্ছিল সে। তারই মধ্যে পথে একটি ষাঁড় আয়নাকে আক্রমণ করে। এই দুর্ঘটনায় মৃত্যু হয় নিরীহ কিশোরীর।

গ্রামের প্রধান রোশন সিং জানান, মেয়েটি স্কুলে যাচ্ছিল। পথে কিছু কুকুর একটি ষাঁড়কে তাড়া করছিল। সেই সময় কুকুরদের থেকে বাঁচতে গিয়ে ষাঁড়টি আয়নাকে মাড়িয়ে চলে যায়। ষাঁড়ের পায়ের আঘাতে মাটিতে পড়ে যায় মেয়েটি। তার বুকে ও গলায় চোট লাগে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনা প্রসঙ্গে কোটদ্বারের সাব-কালেক্টর প্রমোদ কুমার জানিয়েছেন, ঘটনাটি তাঁর নজরে এসেছে। এদিকে ওই তরুণীর মা তার দেহের ময়নাতদন্ত না করার আবেদন জানিয়েছেন। তিনি জানান, স্বজনরা মেয়েটিকে সমাহিত করেছেন।

এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দেড় বছর আগে গ্রামের পাশে ছাগল চরাতে গিয়ে পাহাড় থেকে পড়ে আয়না বানোর বাবারও মৃত্যু হয়েছিল। তার পরিবার বিধবা মা এবং এক বোন ছিল। দ্বারীখালের ব্লক প্রধান মহেন্দ্র রানা জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবেন এই ঘটনা জানিয়ে। মৃত আয়না বানোর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য আবেদন জানাবেন তিনি।

প্রসঙ্গত, গত রবিবার সম্প্রচারিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের ১০০তম পর্ব। দেশ জুড়ে বহু জায়গায় এই অনুষ্ঠানটি দেখানো হয় এবং শোনানো হয়। বিদেশেও বহু জায়গায় এই অনুষ্ঠান সম্প্রচারিত হয়। নজিরবিহীন ভাবে আজ রাষ্ট্রসংঘের সদর দফতরে এই অনুষ্ঠান শোনানো হয়। এদিকে মোদীর মন কি বাতের ১০০তম পর্ব নিউইয়র্কে বসাবসরত ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে শোনেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। দেশেও কয়েক লাখ জায়গায় মন কি বাত অনুষ্ঠান শোনানোর উদ্যোগ নিয়েছিল কেন্দ্রের শাসক দল বিজেপি। এই আবহে আবেগঘন মোদী আজ বলেন, 'মন কি বাত অনুষ্ঠানের প্রতিটি পর্বই আমার মনে বিশেষ স্থান করে নিয়েছে।' তবে এমনই এক দিনে তাঁর অনুষ্ঠান শুনতে যাওয়ার সময় কিশোরীর মৃত্যু শোকস্তব্ধ আয়নার গোটা পরিবার।

বন্ধ করুন