চাইল্ড লাইনের আপৎকালীন নম্বর সমস্ত স্কুল বাসের গায়ে বড় বড় করে লিখতে হবে। অভিভাবক ও ছাত্রদের চাইল্ড লাইন পরিষেবা সম্পর্কে জানানো জন্য সরকারিস্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গেই সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের দেওয়ালে একেবারে মোটা অক্ষরে লিখতে হবে চাইন্ড লাইনের নম্বর। শনিবার বিহারের পটনায় এনিয়ে আলোচনায় বসেছিলেন জেলাশাসক। সেখানে জেলা শিশু সুরক্ষা আধিকারিকরাও হাজির ছিলেন। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
শিশু পাচার রোধে কী ধরণের ব্যবস্থা নেওয়া যায় তারই দিশা ঠিক করছে বিহার প্রশাসন। এবার তারই অঙ্গ হিসাবে চাইল্ড লাইনের হেল্পলাইন নম্বরটি যাতে সকলেই জানেন তার ব্যবস্থা করা হচ্ছে। পটনার জেলা শাসক চন্দ্রশেখর সিং বলেন, শিশু পাচার রোধে ১০৯৮ নম্বরে ফোন করার ব্যবস্থা রয়েছে। তবে অনেকেই তা জানেন না। সেকারণেই বাসের গায়ে ও স্কুল বাসের গায়ে ওই নম্বরটি লেখার ব্যাপারে বলা হয়েছে।
জেলাশাসক জানিয়েছেন, পরিবহণ দফতরকে বলা হয়েছে স্কুল বাসের গায়ে চাইল্ড লাইনের নম্বর লিখতে হবে। অন্যদিকে শিক্ষাদফতর স্কুলের দেওয়ালেও চাইল্ড লাইনের নম্বরটি লিখবে। পাশাপাশি গুড টাচ ও ব্যাড টাচ সম্পর্কেও ছাত্রছাত্রীরা যাতে সজাগ থাকে সেটাও তাদের জানানো হবে। এনিয়ে কোমল বলে একটি ফিল্ম আছে। সেটাও ছাত্রছাত্রীদের দেখিয়ে সচেতন করা হবে।