বাংলা নিউজ > ঘরে বাইরে > উদয়পুরকাণ্ড: মাথা কেটে শাস্তির কথা শেখাচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক কেরলের রাজ্যপাল

উদয়পুরকাণ্ড: মাথা কেটে শাস্তির কথা শেখাচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক কেরলের রাজ্যপাল

উদয়পুরের মাথা কাটা কাণ্ডে গ্রেফতার দুই দুষ্কৃতী। (ANI Photo/Police) (Police)

কার্যত বিস্ফোরক মন্তব্য কেরলের রাজ্যপাল। মাদ্রাসার শিক্ষার মান নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিলেন তিনি। এদিকে রাজস্থানের উদয়পুরে একেবারে প্রকাশ্যে দিনেরবেলা দোকানে ঢুকে খুন করা হয়েছে এক ব্যবসায়ীকে। তিনি নূপুর শর্মাকে সমর্থন করেছিলেন। তারই শাস্তি দিল দুষ্কৃতীরা। শুধু তাই নয়, গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ডিও করেছে তারা।

নূপুর শর্মার বক্তব্যকে সমর্থন করার জেরে রাজস্থানের উদয়পুরে এক দর্জিকে মাথা কেটে খুন করা হয়েছে। ঘটনার ভয়াবহতায় শিউরে উঠেছে গোটা দেশ। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। উদয়পুর শিরশ্ছেদ কাণ্ড নিয়ে রাজ্যপালের প্রতিক্রিয়া, মাদ্রাসাতে শিশুদের শিক্ষা দেওয়া হচ্ছে যে ধর্মদ্রোহিতার শাস্তি হল মুন্ডুচ্ছেদ। তিনি বলেন, এটি ভগবানের আইন বলে শিক্ষা দেওয়া হচ্ছে। কী ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে তা এবার যাচাই করা প্রয়োজন। এর সঙ্গেই তাঁর সংযোজন, যখন উপসর্গ দেখা যায় তখন আমরা উদ্বেগ প্রকাশ করি। কিন্তু রোগ যে কত গভীরে তা বুঝতে চাই না।

কার্যত বিস্ফোরক মন্তব্য কেরলের রাজ্যপাল। মাদ্রাসার শিক্ষার মান নিয়েই কার্যত প্রশ্ন তুলে দিলেন তিনি। এদিকে রাজস্থানের উদয়পুরে একেবারে প্রকাশ্যে দিনেরবেলা দোকানে ঢুকে খুন করা হয়েছে এক ব্যবসায়ীকে। তিনি নূপুর শর্মাকে সমর্থন করেছিলেন। তারই শাস্তি দিল দুষ্কৃতীরা। শুধু তাই নয়, গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ডিও করেছে তারা।

 

পুলিশ মঙ্গলবার দুপুরেই দুজনকে গ্রেফতার করেছে। তারা যখন পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন পুলিশ তাদের ধরে ফেলে। সূত্রের খবর ওই দোকানদারের আট বছরের ছেলে ওই পোস্টটা সোস্য়াল মিডিয়ায় করে ফেলেছিল। তার জেরে গলা থেকে মাথাটি নামিয়ে দিল দুষ্কৃতীরা।

বন্ধ করুন