বিহারের মুজফ্ফরপুরে একেবারে হাড়হিম করা ঘটনা। মুন্নি কল্য়াণ গ্রামে ইউটিউবে ভিডিয়ো দেখে কয়েকজন শিশু বোম বানিয়ে ফেলে বলে খবর। আর সেই বোমেই বিরাট বিস্ফোরণ হয়। তার জেরে অন্তত পাঁচজন শিশু জখম হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ৭-১২ বছরের মধ্যে। তাদের পা, মুখ পুড়ে গিয়েছে। তবে সকলেই বিপদ মুক্ত বলে খবর। আপাতত তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, পরিবারের লোকজন প্রথমে গোটা বিষয়টি লুকনোর চেষ্টা করছিলেন। তবে বুধবার বিষয়টি জানাজানি হয়ে যায়। একটি শিশুর পরিবার গোটা ঘটনাটা জানিয়ে দেয়। গ্রামবাসীরা জানিয়েছেন, শিশুরা দেশলাই কাঠি জোগাড় করেছিল। বাজির বারুদ জড়ো করেছিল বাচ্চারা। ইউটিউব দেখে তারা বিষয়টি শিখেছিল বলে খবর। একটা টর্চের মধ্যে তারা সব বারুদ ভরে ফেলেছিল। এরপর ব্যাটারি দিয়ে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে। কিন্তু সেই সময়ই বিস্ফোরণ হয়ে যায়।
এসএসপি রাকেশ কুমার গোটা ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ইউটিউবে একটি ভিডিয়ো দেখে শিশুরা গোটা বিষয়টি শিখেছিল। তারা দেশলাই কাঠি আর বাজির বারুদ জোগাড় করেছিল। অন্য কোনও বারুদ মেলেনি। সেকারণে এই বিস্ফোরণের তীব্রতা সেভাবে ছিল না। ছেলেগুলোর পা ও মুখ ঝলসে গিয়েছে। তবে সকলেই নাবালক। সেই মতোই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিকে গোটা ঘটনা ঘিরে নানা প্রশ্ন উঠছে। এভাবে বোমা থেকে বড় বিপদ হয়ে যেতে পারত। অল্পের জন্য রক্ষা পেয়েছে পাঁচজন শিশু।