এবার ইংরেজি শিক্ষা প্রসঙ্গে বিজেপি নেতাদের তুলোধোনা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাজস্থানের আলওয়ারে ভারত জোড়ো যাত্রার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, বিজেপি নেতারা চান না স্কুলে ইংরাজি পড়ানো হোক। কিন্তু নেতাদের ছেলেরা সব ইংরেজি মিডিয়ামে পড়ে। আসলে ওরা চান না গরিব কৃষক আর শ্রমিকদের ছেলেরা ইংরেজি পড়ুক। তারও স্বপ্ন দেখুক। তারাও চাষের বাইরে অন্য কাজ করুক। এসব তো বিজেপি নেতারা চান না। একেবারে জোরালো কটাক্ষ রাহুলের।
তার সঙ্গেই ইংরেজি শিক্ষার নিরিখে গোটা দেশের ও গোটা বিশ্বের পরিস্থিতি তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে এই ভয়াবহ বৈষম্যের কথা তুলে ধরেন তিনি। রাহুল বলেন, যদি আপনি বিশ্বের বাকি অংশের সঙ্গে কথা বলতে যান তবে সেখানে হিন্দি কাজ করবে না। কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন সেখানে । আমরা চাই কৃষক ও শ্রমিকদের সন্তানরাও আমেরিকানদের সঙ্গে প্রতিযোগিতায় নামুক। আর তাদের ভাষা ব্যবহার করেই তারা জিতে আসুক। রাজস্থানে ১৭০০ ইংরেজি মিডিয়াম স্কুল চালু হয়েছে। এতে আমি অত্য়ন্ত খুশি।
কার্যত এভাবেই তিনি তুলোধোনা করলেন বিজেপি নেতৃত্বকে। ইংরেজি শিক্ষা কেন জরুরী সেকথাই তিনি তুলে ধরেন এদিন। তবে ইতিমধ্যেই রাহুলের এই বক্তব্যকে ঘিরে নানা চর্চা শুরু হয়েছে নেট দুনিয়ায়। এক নেটনাগরিক লিখেছেন, মহাত্মা গান্ধীর ভাবনা কিন্তু আপনার বক্তব্যের থেকে কিছুটা আলাদা ছিল। তিনি আবার ইংরেজি শিক্ষার বিরোধিতা করতেন। তবে কি আপনি মহাত্মার আদর্শকে মানেন না?