বাংলা নিউজ > ঘরে বাইরে > Chimpanzee Kills Child: মায়ের কোল থেকে আট মাসের শিশুকে ছিনিয়ে, মেরে ফেলল শিম্পাঞ্জি, মর্মান্তিক কাণ্ড আফ্রিকায়

Chimpanzee Kills Child: মায়ের কোল থেকে আট মাসের শিশুকে ছিনিয়ে, মেরে ফেলল শিম্পাঞ্জি, মর্মান্তিক কাণ্ড আফ্রিকায়

মর্মান্তিক কাণ্ড আফ্রিকায় (Pixabay)

Chimpanzee Kills Child: মা ক্ষেতে কাজ করছিলেন তখন। হঠাৎই সে সময় শিম্পাঞ্জি এসে, হঠাৎ কোল থেকে নিজের শিশুকন্যা ইয়ো হেলেনকে ছিনিয়ে নিয়ে যায়।

মানুষের সঙ্গে নিষ্ঠুর ব্যবহার করে আট মাসের শিশুকে কেটে ফেলল শিম্পাঞ্জি। জানা গিয়েছে, এদিন এক মায়ের কোল থেকে আট মাস বয়সী শিশুকে ছিনিয়ে নিয়ে জঙ্গলে নিয়ে চলে যায় শিম্পাঞ্জিটি, এরপরই বাচ্চাটিকে মেরে ফেলে সে। আফ্রিকার গিনি থেকে প্রকাশ্যে মর্মান্তিক ঘটনা।

জানা গিয়েছে যে অসহায় মা সেনি জোগবা, বোসোউতে মেয়ের সঙ্গে ক্ষেতে কাজ করছিলেন তখন। হঠাৎই সে সময় জেজে নামের শিম্পাঞ্জিটি এসে, হঠাৎ তাঁকে কামড়ে ধরে। কোল থেকে নিজের শিশুকন্যা ইয়ো হেলেনকে ছিনিয়ে নিয়ে যায়। বাচ্চাটিকে দেহ একটি নেচার রিজার্ভের কাছে পাওয়া গিয়েছে। বোসোউয়ের-এর শিম্পাঞ্জিরা আগে থেকেই খোলা বাদাম ফাটাতে পাথরের হাতুড়ি ব্যবহার করে, যা তাদের বুদ্ধিমত্তা দেখায়। প্রত্যক্ষদর্শীরাই জানিয়েছেন যে খুব সম্ভবত এই ধরনের কোনও টুল বা সরঞ্জাম ব্যবহার করেই শিম্পাঞ্জিটি শিশুর ক্ষতি করেছে।

আরও পড়ুন: (India-China Standoff: ডেপসাং, ডেমচক-সহ নানা জায়গায় ভারত-চিন বিবাদ মেটেনি,পূর্ব লাদাখের গ্রাউন্ড রিপোর্ট দিলেন সেনাপ্রধান)

মানুষকে দেখে আর ভয় পায় না শিম্পাঞ্জিরা

একজন প্রাইমেট গবেষকের মতে, গিনির শিম্পাঞ্জিরা বিপজ্জনক হয়ে উঠছে। কারণ তারা মানুষকে আর ভয় পায় না। সম্প্রতি, এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর, স্থানীয় জনতা ক্ষিপ্র হয়ে ওঠে। বোসোউ এনভায়রনমেন্টাল রিসার্চ ইনস্টিটিউটে ঢুকে আগুন লাগিয়ে দেয়। এখানেই বিজ্ঞানীরা বছরের পর বছর ধরে শিম্পাঞ্জিদের নিয়ে গবেষণা করছেন। সব কিছুই এখন নষ্ট হয়ে গিয়েছে। জানা গিয়েছে, ক্ষিপ্ত জনতা বিজ্ঞানীদের ড্রোন ও কম্পিউটারের মতো যন্ত্রপাতিও পুড়িয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ গবেষণাপত্রও পুড়ে ছাই।

হিংস্রতা এখন অভ্যাসে পরিণত

অথচ এর আগে গিনিতে, স্থানীয়রা শিম্পাঞ্জিদের খাবার খাওয়াতেন, ভালোবাসতেন, শিম্পাঞ্জিদের পূর্বপুরুষ ভেবে রক্ষা করতেন, নিরাপত্তা দিতেন, প্রাণীরাও নিজেদের এলাকা ছেড়ে মানুষের আশেপাশে আসতে শুরু করে। এর দরুণ পরিবেশ সুন্দর হওয়ার পরিবর্তে আরও খারাপ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। শিম্পাঞ্জিদের হিংস্রতার কারণে বিক্ষুব্ধ স্থানীয়রা। আজ তাঁরাও শিম্পাঞ্জিদের বিরুদ্ধে চলে গিয়েছেন।

আরও পড়ুন: (Murder to get free iPhone: ১.৫ লাখের আইফোন অর্ডার, টাকা না থাকায় ডেলিভারি বয়কে খুন করল ২ যুবক, ধৃত ১)

উদ্বিগ্ন হয়ে হত্যা

গবেষণা কেন্দ্রের মতে, গত বছর থেকে এই সপ্তমবার, শিম্পাঞ্জি কোনও মানুষকে আক্রমণ করল। বাস্তুশাস্ত্রবিদরা বিশ্বাস করেন যে আক্রমণগুলি ঘটেছে কারণ রিজার্ভে খাদ্য সরবরাহ কমে গিয়েছে, সেই কারণেই শিম্পাঞ্জিরা নিজেদের নিরাপদ এলাকা ছেড়ে মানুষের এলাকায় ঢুকে পড়ছে। আক্রমণ করছে। যাইহোক, অনেক বিশেষজ্ঞ আবার এটা মনে করেন যে শিম্পাঞ্জিদের এমন আচরণের জন্য খাবারই একমাত্র কারণ নাও হতে পারে। কিছু শিম্পাঞ্জি নিয়ন্ত্রণ হারিয়েও এমন উত্তেজিত আচরণ করে।

পরবর্তী খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল পুজোর আগে শেষ রবিতে বেশি বৃষ্টি হবে একাধিক জেলায়! চতুর্থী থেকে আরও ভাসবে বাংলা? বাংলা-সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী স্বীকৃতি দিতে নিয়ম সংশোধন করেছে কেন্দ্র 'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.