বিশ্ব বাজারে কাঁপুনি ধরিয়ে দিল চিনা স্টার্ট-আপ ডিপসিক। চিনা সংস্থার কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) ডিপসিক-আর১ মডেলের গুঁতোয় আমেরিকার ন্যাসডাক শেয়ার বাজারে ধাক্কা লাগল। হুড়মুড়িয়ে পতন হল বর্তমানে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের (এআই) জগতের প্রথমসারির সংস্থা এনভিডিয়ার মতো সংস্থার শেয়ারের। শুধু তাই নয়, সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, চিনা সংস্থার চমকের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের (টোকিয়ো থেকে নিউ ইয়র্ক) প্রযুক্তি-নির্ভর সংস্থার শেয়ার বেচতে শুরু করে দিয়েছেন লগ্নিকারী। এমনকী ভারতীয় শেয়ার বাজারও নিম্নগামী হয়েছে। পতন হয়েছে সেনসেক্স এবং নিফটির।
আমেরিকার শেয়ার বাজারে পতন
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাজার খোলার সময় তিন শতাংশের বেশিও নেমে গিয়েছিল ন্যাসডাক। তারপর কিছুটা ঘুরে দাঁড়ালেও আগেরদিনের থেকে ২.৯ শতাংশ কম আছে। বিশ্বের প্রথমসারির আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স চিপ প্রস্তুতকারক সংস্থা এনভিডিয়া তো ১৫ শতাংশের বেশি পতনের মুখে পড়েছে। তাছাড়াও ব্রডকম ১৫ শতাংশ, মাইক্রোসফট ৩.৭ শতাংশ এবং গুগলের অ্যালফাবেন্ট ২.৭ শতাংশ পড়েছে। আবার ৭.৯ শতাংশ পতনের সাক্ষী থেকেছে ফিলাডেলফিয়া সেমিকন্ডাক্টর ইনডেক্স।
এটা কি স্রেফ ‘টিজার’?
আর ডিপসিক যা বলেছে, সেইমতো যদি কাজ করে, তাহলে সোমবার যেটা হল, সেটা নেহাতই ‘টিজার’ হয়ে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আমেরিকান উইসকনসিনের অ্যানেক্স ওয়েলথ ম্যানেজমেন্টের মুখ্য অর্থনীতিবিদ ব্রায়ান জেকবসন জানিয়েছেন, ডিপসিক যা বলেছে, সেটা যদি বাস্তবে পরিণত হয়, তাহলে গত দু'বছরের বেশি সময় ধরে বাজারে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স নিয়ে যে ঢেউ উঠেছিল, সেটা পুরোপুরি তছনছ হয়ে যেতে পারে।
সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স নিয়ে যে হইচই শুরু হয়েছিল, তার জেরে গত ১৮ মাসে ইক্যুইটি বাজারে প্রচুর মূলধন ঢুকেছে। লগ্নিকারীরা প্রযুক্তি-নির্ভর সংস্থায় বিনিয়োগ করেছেন। তার জেরে বিভিন্ন সংস্থার 'দাম' বেড়েছে। নয়া উচ্চতায় পৌঁছে গিয়েছে শেয়ার বাজার। কিন্তু আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স দুনিয়ায় আমেরিকার একচ্ছত্র আধিপত্যে চিন থাবা বসাবে বলে যে আশঙ্কা তৈরি হয়েছে, তার জেরে রক্তক্ষরণ হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের শেয়ার বাজারের।
সেনসেক্স ও নিফটির পতন হয়েছে
ভারতেও দুটি সূচকই পতনের মুখে পড়েছে সোমবার। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনসিইও) সূচক নিফটি৫০-র পতন হয়েছে ১.১৪ শতাংশ (২৬৩.০৫ পয়েন্ট)। বাজার বন্ধের সময় নিফটি৫০ দাঁড়ায় ২২,৮২৯.১৫ পয়েন্টে। আর বিএসইয়ের সূচক সেনসেক্সও এক শতাংশের বেশি পতনের সাক্ষী থেকেছে। সোমবার বাজার বন্ধের সময় সেনসেক্স ঠেকেছে ৭৫,৩৬৬.১৭ পয়েন্টে। পতন হয়েছে ১.০৮ শতাংশ (৮২৪.২৯ পয়েন্ট)।